For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকার সিস্টেমেই সমস্যা! ট্রাম্পের দাবি প্রসঙ্গে আক্রমণ বিজেপির

কাশ্নীরে মধ্যস্থতাকারী নিয়ে আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্যকে ভাল চোখে নেয়নি ভারত। নরেন্দ্র মোদী যে কোনও মধ্যস্থতাকারীর কথা বলেননি, তা স্পষ্ট করে জানিয়ে দেয় ভারতীয় বিদেশমন্ত্রক।

  • |
Google Oneindia Bengali News

কাশ্নীরে মধ্যস্থতাকারী নিয়ে আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্যকে ভাল চোখে নেয়নি ভারত। নরেন্দ্র মোদী যে কোনও মধ্যস্থতাকারীর কথা বলেননি, তা স্পষ্ট করে জানিয়ে দেয় ভারতীয় বিদেশমন্ত্রক। এরপরেই আক্রমণে নামে বিজেপি। দলের সাধারণ সম্পাদক রাম মাধব বলেন, সেখানে মৌলিকভাবে কিছু ভুল রয়েছে।

আমেরিকার সিস্টেমেই সমস্যা! ট্রাম্পের দাবি প্রসঙ্গে আক্রমণ বিজেপির

ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে রাম মাধব বলেন, আমেরিকার সিস্টেমে নিশ্চয়ই কোনও বড় সমস্যা রয়েছে। এই ধরনের মন্তব্য আমেরিকার প্রসিডেন্টের কাছ থেকে আসা উচিৎ হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি।

ট্রাম্পের এই মন্তব্য শুধু ভারতেই নয়, আমেরিকার অনেককেই ক্ষিপ্ত করে তুলেছে বলে জানা গিয়েছে। সিনিয়র কংগ্রেসম্যান ইলিয়ট অ্যাঞ্জেল ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলার সঙ্গে দেখা করেন। তিনি কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনাকে সমর্থন করেন। অপর এক কংগ্রেসম্যান ব্র্যাড শেরম্যান ভারতের রাষ্ট্রদূতের কাছে এই বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন।

অন্যদিকে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টও ট্র্যাম্পের ওই বক্তব্য নিয়ে ড্যামেডজ কন্ট্রোলে নেমে পড়ে। এক বিবৃতি জারি করে তারা বলে, কাশ্মীর ইস্যু ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সমস্যা। সঙ্গে তারা জুড়ে দিয়েছে এব্যাপারে সাহায্য করতে প্রস্তুত তারা।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে যুগ্ম সাংবাদিক বৈঠকে আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেন, কয়েক সপ্তাহ আগে ভারতের প্রধানমন্ত্রী মোদী তাঁকে বিষয়টিতে মধ্যস্থতা করার জন্য বলেছেন। মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে তাঁর আপত্তি নেই বলেও জানিয়ে দেন ট্রাম্প। বিষয়টি ছড়িয়ে পড়তেই কড়া ভাষায় প্রতিবাদ জানায় ভারত।

[আরও পড়ুন:মোদী আমাকে কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করতে বলেছে!ট্রাম্পের উটকো দাবি মুহূর্তে তছনছ করল কূটনীতির দুনিয়াকে][আরও পড়ুন:মোদী আমাকে কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করতে বলেছে!ট্রাম্পের উটকো দাবি মুহূর্তে তছনছ করল কূটনীতির দুনিয়াকে]

[আরও পড়ুন:দাদার মতোই জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে চায়! সেনাবাহিনীতে যোগ দিয়ে আত্মবিশ্বাসী ২ কাশ্মীরি যুবক][আরও পড়ুন:দাদার মতোই জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে চায়! সেনাবাহিনীতে যোগ দিয়ে আত্মবিশ্বাসী ২ কাশ্মীরি যুবক]

English summary
Kashmir underscores the biggest problem in the US system, Ram Madhav criticises Trumps statement. BJP general secretary said that “there is something fundamentally wrong”.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X