For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের দিন ঘোষণার দিনেই বড় ধাক্কা কংগ্রেসে! ২৮ আসন বাড়ানোর টার্গেটে একাধিক নেতার যোগ বিজেপিতে

ভোটের দিন ঘোষণার দিনেই বড় ধাক্কা হরিয়ানা কংগ্রেস এবং আইএনএলডিতে

  • |
Google Oneindia Bengali News

ভোটের দিন ঘোষণার দিনেই বড় ধাক্কা হরিয়ানা কংগ্রেস এবং আইএনএলডিতে। এদিন মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন রামপাল মিশ্র এবং দুদারাম। এরমধ্যে দুদারাম কংগ্রেস ত্যাগ করেছেন। এদিনই হরিয়ানায় নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২১ অক্টোবর নির্বাচন হবে। ফল ঘোষণা ২৪ অক্টোবর।

ভোটের দিন ঘোষণার দিনেই বড় ধাক্কা কংগ্রেসে! ২৮ আসন বাড়ানোর টার্গেটে একাধিক নেতার যোগ বিজেপিতে

২০১৪-র নির্বাচনে হরিয়ানায় প্রথমবার ক্ষমতায় আসে বিজেপি। ৯০ টি আসনের মধ্যে তারা ৪৭ টি আসন দখল করেছিল। এবার ৪৭ থেকে আসন সংখ্যা ৭৫-এ নিয়ে যেতে চায় বিজেপি।

এর আগে ১৫ সেপ্টেম্বর আইএনএলডির প্রাক্তন সহ সভাপতি অশোক অরোরা, হরিয়ানার প্রাক্তন মন্ত্রী সুভাষ গোয়েল, এমএলএ প্রদীপ চৌধুরী, গগণজিৎ সান্ধু, নির্দল বিধায়ক জয়প্রকাশ কংগ্রেসে যোগ দিয়েছিলেন।

জন আশীর্বাদ যাত্রায় বেরিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী বিভিন্ন ইস্যুতে কথা বলেছিলেন। বলেছিলেন এবার তারা হরিয়ানায় অতিসহজেই সংখ্যাগরিষ্ঠতা পাবেন। পাশাপাশি তিনি হরিয়ানার আগেকার সরকারকে আক্রমণ করেছিলেন। রাজ্যের মানুষের দুর্দশাকে অবজ্ঞা করার অভিযোগও তিনি করেছিলেন। শুধু হরিয়ানাতেই নয়, সারা দেশ রাজবংশের রাজনীতি পরিত্যাগ করেছে বলেও জানিয়েছিলেন তিনি।

English summary
Leaders from Congress and INLD joins BJP in Haryana before election date announcement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X