For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না, পাওয়া আসন কংগ্রেসকে ফিরিয়ে দিল জেডিএস

যোগ্য প্রার্থী খুঁজে না পেয়ে বেঙ্গালুরু উত্তর আসনটি হাতে নিয়েও তা কংগ্রেসকে ছেড়ে দিল এইচডি কুমারস্বামীর জেডিএস।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকে জোট সুখের হচ্ছে না জেডিএস-কংগ্রেসের। কখনও অন্তর্কলহ, কখনও একে অপরকে দোষারোপ তো কখনও দল ভাঙানোর খেলা। এসবই চলেছে। তার মাঝেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে জোট করে আসন ভাগাভাগি করে নিয়েছে কংগ্রেস, জেডিএস। আর এবার কর্ণাটকে দেখা গেল অন্য সমস্যা।

বেঙ্গালুরু উত্তর আসনটি কংগ্রেসকে ফিরিয়ে দিল জেডিএস

যোগ্য প্রার্থী খুঁজে না পেয়ে বেঙ্গালুরু উত্তর আসনটি হাতে নিয়েও তা কংগ্রেসকে ছেড়ে দিল এইচডি কুমারস্বামীর জেডিএস।

এই বিষয়ে কর্ণাটক কংগ্রেসের নেতা কেসি বেণুগোপাল দলের তরফে জেডিএসকে ধন্যবাদ জানিয়েছেন। একসঙ্গে লড়ার বার্তাও দিয়েছে।

[আরও পড়ুন: চার দল ঘুরে বিজেপিতে নোঙর ফেলছেন জয়াপ্রদা, লোকসভায় শক্তি বাড়ল বিজেপির][আরও পড়ুন: চার দল ঘুরে বিজেপিতে নোঙর ফেলছেন জয়াপ্রদা, লোকসভায় শক্তি বাড়ল বিজেপির]

শুরুতে জেডিএস ২৮টি আসনের মধ্যে ১২টি দাবি করেছিল। তবে কংগ্রেস তা মেনে নেয়নি। কারণ জেডিএসের দাপট শুধু মাত্র ছয়টি জেলায় সীমাবদ্ধ। শেষ অবধি জেডিএসকে ৮টি আসন দেওয়া হয়।

[আরও পড়ুন:নির্বাচনের মুখে ঘর ভাঙল বিরোধীদের! মুখ্যমন্ত্রীর সামনেই বিজেপিতে যোগ ১৫০০ কর্মী সমর্থকের][আরও পড়ুন:নির্বাচনের মুখে ঘর ভাঙল বিরোধীদের! মুখ্যমন্ত্রীর সামনেই বিজেপিতে যোগ ১৫০০ কর্মী সমর্থকের]

তবে সেখানেও দেখা গিয়েছে, আটটি আসনের মধ্যে পাঁচটিতেই জেডিএস দুর্বল। মনোনয়ন জমা করার শেষ দিন চলে আসায় এখনও প্রার্থী জোগাড় করতে না পেরে কংগ্রেসকে তাই আসন ফিরিয়ে দিতে বাধ্য হল জেডিএস।

[আরও পড়ুন: ভেস্তে গেলে দিল্লিতে আপ-কংগ্রেস জোট সম্ভাবনা! আজই হতে পারে ঘোষণা][আরও পড়ুন: ভেস্তে গেলে দিল্লিতে আপ-কংগ্রেস জোট সম্ভাবনা! আজই হতে পারে ঘোষণা]

English summary
Lok Sabha Elections 2019 : JDS returns Bangalore North seat to ally Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X