For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোর আনন্দের পালা কাটিয়ে আজ বিজয়ার সুর লখনউয়ের দুর্গাপুজোয়

বাংলা তথা প্রবাসেও চলছে উমাকে বরণ করার পালা। এবার ঘরের মেয়েকে পাঠআতে হবে কৈলাসে। লখনউয়ের আকাশে বাতাশেও তাউ বিজয়ার বিদায়ের সুর। একনজরে দেখে নেওয়া যাক কেমন ছিল এই ক'দিনে লখনউয়ের দুর্গাপুজোর উজ্জ্বলতা।

  • |
Google Oneindia Bengali News

আলোর রোশনাই, হইচই, আড্ডা, সমস্ত কিথুর শেষে সিঁদুর খেলা, প্রথা চিরাচরিত হলেও প্রতিটা বছর এই প্রথাকে ঘিরে নতুনত্বের আশায় থাকে বিশ্বের প্রতিটি কোণের বাঙালি। আর ষষ্ঠী থেকে নবমীর আনন্দের রাত পোহাতেই আজ দশমী। বাংলা তথা প্রবাসেও চলছে উমাকে বরণ করার পালা। এবার ঘরের মেয়েকে পাঠআতে হবে কৈলাসে। লখনউয়ের আকাশে বাতাশেও তাই বিজয়ার বিদায়ের সুর। একনজরে দেখে নেওয়া যাক কেমন ছিল এই ক'দিনে লখনউয়ের দুর্গাপুজোর উজ্জ্বলতা।

ইয়ং মেনস অ্যাসোসিয়েশন

নবাবের শহর লখনউয়ের বুকে বাঙআলির সংখ্যা নেহাত কম নয়! আর কথায় আছে, 'চারজন বাঙালি একজোট হলেই সেখানে দুর্গাপুজো হয়'! এবছরেও আড়ম্বরের সঙ্গে লখনউয়ের বেঙ্গলি ক্লাব অ্যান্ড ইয়ং মেনস অ্যাসোসিয়েশন আয়োজন করেছিল দুর্গাপুজোর।

সাহারা এস্টেট

লখনউয়ের সাহারা এস্টেটের পুজোতেই এবছর ছিল জাঁকজমক। উমা সেজেছিলেন রাজকীয় সাজে। এখানের প্রতিমা এবছর একচালায় সজ্জিত হয়েছে।

পূজা সংসদ

পূজা সংসদ


১৯৪২ সাল থেকে এই পুজো চলে আসছে লখনউয়ের বুকে। লাটাচরোডের দুর্গাপুজো সমিতির উদ্যোগে এবছরেও আয়োজন করা হয়েছে পুজোর।

বঙ্গভারতীর দুর্গাপুজো

বঙ্গভারতীর দুর্গাপুজো


লখনউয়ের বঙ্গভারতীর পুজো বেশ জনপ্রিয়। সেখানের ইন্দিরানগরের ভুতনাথ মার্কেটে আয়োজিত হয় এই দুর্গাপুজো।

English summary
Lucknow celebrates Durga Puja with all the colours of the festival.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X