For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোপিয়ানে ভয়াবহ জঙ্গি হামলা! মৃত্যু ৪ নিরাপত্তাকর্মীর, নিন্দা সবমহলে

জঙ্গি হামলায় মৃত্যু হল চার পুলিশকর্মীর। নিরাপত্তা বাহিনীর ওপর মারাত্মক এই হামলাটি হয়েছে সোপিয়ানের জৈনপোরা এলাকায়।

  • |
Google Oneindia Bengali News

জঙ্গি হামলায় মৃত্যু হল চার পুলিশকর্মীর। নিরাপত্তা বাহিনীর ওপর মারাত্মক এই হামলাটি হয়েছে সোপিয়ানের জৈনপোরা এলাকায়। হত্যার পর পুলিশকর্মীদের অস্ত্র নিয়ে পালিয়ে গিয়েছে জঙ্গিরা। জৈশ-ই-মহম্মদের তরফ থেকে এই হামলার দায় নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।

জঙ্গি হামলায় ৪ পুলিশকর্মীর মৃত্যু

জঙ্গি হামলায় ৪ পুলিশকর্মীর মৃত্যু

পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুর দুটো নাগাদ সোপিয়ানের জৈনপোরায় সংখ্যালঘু পণ্ডিতদের হাউসিং-এর গার্ডরুমে জোর করেই ঢুকে পড়ে। সেখানে থাকা পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় তারা। ঘটনাস্থলেই মারা যায় ৩ পুলিশকর্মী। চতুর্থজনের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে।

চার পুলিশকর্মীকে শনাক্ত করাও হয়েছে। তাঁর হলেন, কুলগাঁও-এর সাউচের বাসিন্দা আনিস আহমেদ মীর, বান্দিপোরার বাসিন্দা মেহরাজউদ্দিন, অনন্তনাগের বাসিন্দা হামিদুল্লা এবং গান্ডেরবালের বাসিন্দা আব্দুল মজিদ।

জঙ্গিরা পুলিশকর্মীদের হত্যা করার পর তাদের সার্ভিস রাইফেল নিয়েও পালিয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

যে জায়গায় হামলা হয়েছে, সেখানে পঞ্চায়েত ভোটের শেষ পর্যায়ের ভোট প্রস্তুতি চলছে। যদিও এই ঘটনার জেরে সেখানে ভোট স্থগিত করা হয়নি।

২৯ অগাস্ট জঙ্গিরা চার পুলিশকর্মীকে হত্যা করেছিল।

রাজ্যপালের শোক

রাজ্যপালের শোক

রাজ্যপাল সত্যপাল মালিক পুলিশকর্মীদের হত্যার নিন্দা করে, পরিবারগুলির প্রতি শোক ব্যক্ত করেছেন।

পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা

পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফ থেকে মৃত পুলিশকর্মীদের প্রতি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

নিন্দায় মেহবুবা ও ওমর

নিন্দায় মেহবুবা ও ওমর

রাজ্যের দুই পূর্বতন মুখ্যমন্ত্রী পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লা পুলিশকর্মী হত্যার নিন্দা করেছেন।

(প্রতীকী ছবি সৌজন্য: পিটিআই)

English summary
Militants killed four cops in Shopian in Jammu and kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X