For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে অলিম্পিক পদকজয়ী ক্রীড়াবিদ দীপা মালিক, যোগ আইএনএলডি বিধায়কেরও

লোকসভা নির্বাচনের মুখে বিজেপিতে যোগ দিলেন প্যারা অলিম্পিকসের পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ দীপা মালিক। তিনি সোমবার পদ্মশিবিরে যোগ দেন।

Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের মুখে বিজেপিতে যোগ দিলেন প্যারা অলিম্পিকসের পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ দীপা মালিক। তিনি সোমবার পদ্মশিবিরে যোগ দেন। দীপা মালিক ছাড়াও আইএনএলডি বিধায়ক কেহার সিং রাওয়াত বিজেপিতে যোগ দেন। দিল্লির সদর দফতরে হাজির হয়ে তাঁরা বিজেপির পতাকা হাতে তুলে নেন।

দীপা মালিক ও কেহার সিং বিজেপিতে

এদিন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনিল জৈন ও হরিয়ানার বিজেপির প্রধান সুভাষ বারালের উপস্থিতিতে দীপা মালিক ও কেহার সিং রাওয়াত বিজেপিতে যোগ দিলেন। লোকসভা ভোটের আগে তাঁদের দলে পেয়ে শক্তিবৃদ্ধি করল বিজেপি।

ক্রীড়াবিদের বিজেপিতে যোগদান

দীপা মালিক ২০১৬ সালে রিও অলিম্পিকসে মহিলাদের শটপাট ইভেন্টে রৌপ্য পদক জেতেন। তিনি প্যারালিম্পিকসে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ। তাঁর বিজেপিতে যোগদান লোকসভার মুখে নিশ্চিতভাবেই বিজেপি সরকারের প্রতি আস্থাশীলতার পরিচয় হবে।

বিতর্কিত বিধায়কের বিজেপিতে যোগ

বিতর্কিত বিধায়কের বিজেপিতে যোগ

অন্যদিকে, কেহার সিং রাওয়াত শীতকালীন অধিবেশন চলাকালীন শিরোনামে উঠে এসেছিলেন। সামাজিক ন্যায়বিচারমন্ত্রী কৃষ্ণকুমার বেদির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। গত বছরের ডিসেম্বরে এই ঘটনার পর তাঁর বিজেপিতে যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ।

গৌতমের পর দীপা বিজেপিতে

লোকসভার মুখে দলবদলের বাজার বেশ গরম। প্রতিদিনই একদল ছেড়ে অন্যদলে যোগ দেওয়ার রেওয়াজ বেড়েছে। তারপর নামি-দামি তারকাদের দলে এনে ভারী করার একটা প্রবণতাও দেখা যাচ্ছে। তাঁদের প্রার্থী করার প্রবণতাও রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের। কিছুদিন আগেই প্রাক্তন ক্রিকেট তারকা গৌতম গাম্ভীর যোগ দিয়েছিলেন বিজেপিতে।

English summary
Paralympian Dipa Malick joins in BJP before Lok Sabha Election. An INLD MLA Kehar Singh Rawat also joins in BJP,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X