For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিষ্ঠুর পরিহাস!পেঁয়াজ চাষির টাকা নিয়ে প্রধানমন্ত্রীর দফতরের পদক্ষেপ অবাক করার মত

পেঁয়াজের চাষে মিলছেনা উপযুক্ত দাম । মাত্র ৫১ পয়সায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করেছেননাসিকের এক চাষি।

  • |
Google Oneindia Bengali News

পেঁয়াজের চাষে মিলছেনা উপযুক্ত দাম । মাত্র ৫১ পয়সায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করেছেন নাসিকের এক চাষি। নিজের গাঁটেক কড়ি খসিয়ে ২ লক্ষ টাকা বিনিয়োগ করে চরম ক্ষতির মুখ দেখে শেষে রীতিমত হতাশ হয়ে পড়েন পেঁয়াজ চাষি সঞ্জয় রাঠে। ক্ষোভ, অনুযোগ, অভাবের জেরে তিনি ঠিক করেন, পেঁয়াজ বিক্রির টাকা তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 'দান' করবেন! বিষয়টিকে প্রতিবাদী পদক্ষের হিসাবেই দেখেছিলেন তিনি। সেই মত টাকা পাঠান সঞ্জয়। এরপরই পাল্টা জবাব আসে প্রধানমন্ত্রীর দফতর থেকে, যা রীতিমত অবাক করার সামিল!

নিষ্ঠুর পরিহাস!পেঁয়াজ চাষির টাকা নিয়ে প্রধানমন্ত্রীর দফতরের পদক্ষেপ অবাক করার মত

৭৫০ গ্রাম পেঁয়াজ বিক্রি করে যা অর্থ উপার্জন করেছিলেন সঞ্জয়, তা থেকে ১০৬৪ টাকা তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠিয়ে দেন। কিন্তু প্রধানমন্ত্রীর দফতর থেকে পাল্টা জানানো হয়, টাকা যেন অনলাইন ট্রান্সফার করা হয়, 'মানি অর্ডার'-অর টাকা প্রধানমন্ত্রীর দফতর গ্রহণ করেনা। প্রধানমন্ত্রীর দফতরের তরফে অনলাইন ব্যাঙ্কিং ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় ওই চাষিকে। ঘটনাকে অনেকেই প্রধানমন্ত্রীর দফতরের নিষ্ঠুর পরিহাস বলে বর্ণনা করছেন।

প্রধানমন্ত্রীর তহবিলে এই টাকা পাঠানো যেমন প্রতিবাদী পদক্ষেপ , তেমনই তাতে বাকি পেঁয়াজ চাষিদের সাহায্য হবে বলে মনে করেছিলেন নাসিকের ওই চাষি সঞ্জয় সাঠে। কিন্তু সেই পেঁয়াজ চাষের মন্দার বাজার নিয়ে প্রধানমন্ত্রীর তরফে কোনও জবাব আসা তো দূর অস্ত, এভাবে টাকা ফেরতের ঘটনায় তিনি যথেষ্ট অবাক।

English summary
PMO Returns Rs 1,064 Cash To Helpless Onion Farmer, Asks Him To Send It Through Bank Transfer.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X