For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের ফলে কংগ্রেসের জয়ের ইঙ্গিত - কী প্রভাব পড়ল দেশীয় স্টক মার্কেটে

বিধানসভা নির্বাচনের ভোট গণনা পর বিজেপি শাসিত দুই বড় রাজ্যে কংগ্রেসের বিজয়ী হওয়ার ইঙ্গিত পেয়ে দেশীয় স্টক মার্কেটগুলি লাভ ও ক্ষতির মধ্যে ঘোরাফেরা করল।

  • |
Google Oneindia Bengali News

ভোটের ট্রেন্ড বিজেপি শাসিত দুই বড় রাজ্যে সরকার উল্টানোর ইঙ্গিত দিতেই দেশীয় স্টকমার্কেটগুলি লাভ-ক্ষতির মধ্যে ঘোরাফেরা করল। দুপুর ১২টা বেজে ৬ মিনিটে, এসঅ্যান্ডপি বিএসই সেনসেক্স ৬৭.২৯ পয়েন্ট বা ০.১৯ শতাংশ পড়ে যায়। আর এনএসই নিফটি৫০ ব্যারোমিটার পড়ে ৬.১০ পয়েন্ট বা ০.০৬ পয়েন্ট। আরও সকালের ট্রেডে সেনসেক্সের ৫৩৩ পয়েন্টের পতন হয়, আর নিফটির পতন হয় ১৫০ পয়েন্টেরও বেশি।

ভোটের ফলে কংগ্রেসের জয়ের ইঙ্গিত - কী প্রভাব পড়ল দেশীয় স্টক মার্কেটে

নিফটির ৫০টি স্টকের ২২টিরই ক্ষতি হয়। এরমধ্যে শীর্ষে ছিল হিন্দুস্থান পেট্রোলিয়াম (পতন ২.১২ শতাংশ), আইসিআইসিআই ব্যাঙ্ক (পতন ১.৮৯ শতাংশ) এবং এইচডিএফসি ব্যাঙ্ক (১.২২ শতাংশ)। আর নিফটির সবচেয়ে লাভ করা স্টকগুলির মধ্যে ছিল ইয়েস ব্যাঙ্ক (উত্থান ৫.৩৪ শতাংশ), সান ফার্মা (উত্থান ৪.৮৬ শতাংশ) অ্যাক্সিস ব্যাঙ্ক (২.৪৬ শতাংশ) ও ইন্ডিয়াবুলস হাউসিং ফিনান্স (উত্থান ১.৮৩ শতাংশ)।

সবচেয়ে ক্ষতি হয়েছে ফিনান্সিয়াল ও অটো স্টকগুলির। তবে লাভ করেছে ফার্মা ও আইটি স্টকগুলি। মোতিলাল অসওয়াল সিকিওরিটিস-এর রিটেইল রিসার্টের প্রধান সিদ্ধার্থ খেমকা জানিয়েছেন, আরবিআই-এর গভর্নরের পদত্য়াগ তাদের সবচেয়ে বেশি উদ্বেগের কারণ ছিল। বেশিরভাগ এক্সিট পোলের ফল মিলে যাওয়াতে সোমবার বাজারে বড়সড় ধস নামে।

English summary
Domestic stock markets swung between gains and losses after counting of assembly election votes hinted at a Congress victory in two BJP-ruled heartland states.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X