For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উৎসবের মরশুমে ফের শেয়ার বাজারে হাহাকার! টাকার দাম পৌঁছল সর্বনিম্নে

বৃহস্পতিবার বড় ধাক্কা শেয়ার বাজারে। এদিন বাজার খোলার পরেই মুম্বই শেয়ার বাজার ১০৩৭.৩৬ পয়েন্ট নেমে যায়। অন্যদিকে নিফটি নেমে যায় ৩২১.৫ পয়েন্ট। এদিন টাকার দামে ২৪ পয়সা পতন হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার বড় ধাক্কা শেয়ার বাজারে। এদিন বাজার খোলার পরেই মুম্বই শেয়ার বাজার ১০৩৭.৩৬ পয়েন্ট নেমে যায়। অন্যদিকে নিফটি নেমে যায় ৩২১.৫ পয়েন্ট। এদিন টাকার দামে ২৪ পয়সা পতন হয়েছে। ডলার পিছু টাকার দাম দাঁড়িয়েছে ৭৪.৪৬ টাকা।

উৎসবের মরশুমে ফের শেয়ার বাজারে হাহাকার! টাকার দাম পৌঁছল সর্বনিম্নে

এদিন বাজার খোলার পরে মুম্বই শেয়ার বাজারের সূচক ছিল ৩৩,৭২৩.৫৩-এ। আর নিফটি ছিল ১০,১৩৮.৬০-এ। শুধু দেশের বাজারেই নয়, বাজার খোলার পরে শেয়ার বাজারে পতন লক্ষ্য করা গিয়েছে আন্তর্জাতিক বাজারেও।

ঠিক এক সপ্তাহ আগে ৪ অক্টোবর শেয়ার বাজারে ব্যাপক পতন লক্ষ্য করা গিয়েছিল।

জেট ফ্লুয়েলের এক্সাইজ ডিউটি ১৪ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ করে দেওয়ার এদিন শুরু থেকেই বিমান সংক্রান্ত শেয়ারের দাম বেড়েছে।

এদিন পড়েছে টাকার দামও। বুধবারের থেকে টাকার দামে ০.৩ শতাংশ পতন হয়েছে। ২৪ পয়সা কমে এদিনের শুরুতে টাকার দাম দাঁড়িয়েছে ডলার পিছু ৭৪.৪৬ টাকা।

তবে বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে ২.২৫ শতাংশ। আর বৃহস্পতিবার কমেছে ১.৭ শতাংশ।

English summary
Sensex, Nifty and rupee witness steep plunge on 11th October
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X