For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেয়ার বাজারে বড়সড় ধস, সেনসেক্স পড়ল প্রায় ৮০০ পয়েন্ট

ক্রমেই ধসের মুখে শেয়ার বাজার। আজও অব্যাহত এই পতন। এদিন বাজার খোলার সঙ্গে সঙ্গে প্রথমেই ২০০ পয়েন্ট নেমে যায়।

  • |
Google Oneindia Bengali News

ক্রমেই ধসের মুখে শেয়ার বাজার। আজও অব্যাহত এই পতন। এদিন বাজার খোলার সঙ্গে সঙ্গে প্রথমেই ২০০ পয়েন্ট নেমে যায়। এরপর ডলারের তুলনায় টাকার দাম পড়ে যাওয়ার পরই সেনসেক্স প্রায় ৭২৯ পয়েন্ট নেমে যায়। দিনের শেষে যা নেমে দাঁডি়য়েছে ৩৪, ৩৭৬তে। যেখানে নিফটি কমে গিয়ে থামে ২৮৬ পয়েন্টে।

শেয়ার বাজারে বড়সড় ধস, সেনসেক্স পড়ল প্রায় ৮০০ পয়েন্ট

আজ গোটা দিন শেয়ার বাজারে সেনসেক্সের ওঠা নাম ছিল চরম হতাশাজনক। একটা সময়ে ৯০০ পয়েন্টে নেমে যায় সেনসেক্স। নিফটি কমে দাঁড়িয়েছে ১০, ৩১৬.৪৫ -এ। একটা সময়ে নিফটি পড়ে গিয়েছিল ৩২৫ পয়েন্টে। এরপরই রিজার্ভ ব্যাঙ্কের তরফে ইন্টারেস্ট রেট নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়। এরপরই খানিকটা চাঙ্গা হয় বাজার।

এদিকে, সকালে টাকার দামের পতনেও অব্যাহত শেয়ার বাজারের মন্দার পরিস্থিতি। । এদিন সর্বকালীন কমে দাঁড়াল ৭৪.১৩ টাকায়। টাকার দাম কমল ৫৫ পয়সা। বৃহস্পতিবারও টাকার দাম অনেকটা কমে গিয়েছিল। ২৪ পয়সা কমে তা শেষ অবধি থামে ৭৩.৫৮ টাকায়। তারপরে এদিন একেবারে ৫৫ পয়সা কমে এসে দাঁড়িয়েছে এক ডলারে ৭৪.১৩ টাকায়।

English summary
An over 4,300-point fall in BSE Sensex in just 25 sessions may be feeling like disaste.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X