For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে 'চৌকিদার' হলেন শিবরাজ সিং চৌহান! ১০৯ বিধায়ক নিয়েই দিলেন হুমকি

পদত্যাগের পর মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, তিনি নতুন সরকারের 'চৌকিদার' হবেন।

  • |
Google Oneindia Bengali News

মধ্যপ্রদেশে কংগ্রেস-বিজেপি একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শে, পর্যন্ত সরকার গড়ার ১১৬-এর ম্যাজিক সংখ্য়ার থেকে ২ আসন পিছনে থামলেও দিনের আলোর মতো স্পষ্ট সরকার গড়তে চলেছে তারাই। ১৫ বছরের একটানা শাসনের শেষে হিন্দি বলয়ের এই রাজ্য থেকে সরছে বিজেপি সরকার।

মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে চৌকিদার হলেন শিবরাজ সিং চৌহান! ১০৯ বিদায়ক নিয়েই দিলেন হুমকি

তবে বিজেপির হাতেও ১০৯টি আসন রয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) পরাজয় মেনে নিয়ে, এই শক্রপোক্ত বিরোধী অবস্থান নিয়ে, নবগঠিত সরকারের 'চৌকিদারি' করবেন বলে জানিয়েছেন, রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। তার আগে এদিন রাজ্যপাল আনন্দিবেন প্যাটেলের কাছে তাঁর ইস্তফাপত্র জমা দেন তিনি।

তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মধ্যপ্রদেশের নব নির্বাচিত বিধানসভায় কিন্তু বিরোধীরাও খুবই 'মজবুত'। তবে ধ্বংসাত্মক বিরোধিতা নয়, 'রচনাত্মক সহযোগ' করবেন বলে দাবি করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বলেছেন, ১০৯ বিধায়ককে নিয়ে এখন থেকে সরকারের উপর নজর রাখার দায়িত্ব পালন করবেন তিনি।

অনেকেই মধ্যপ্রদেশে বিজেপির হারের জন্য শিবরাজ সিং কেই দায়ী করছেন। উচ্চবর্ণের মধ্যে বিজেপির ভোট কমার জন্য তাঁ সংরক্ষণ নীতি ও সেই সঙ্গে 'কোনও মাই কা লাল সংরক্ষণ আটকাতে পারবে না' - গোছের মন্তব্যের দিকে আঙুল তোলা হচ্ছে।

[আরও পড়ুন:লক্ষ্য লোকসভা! ফেব্রুয়ারিতে রাজ্য সফরে প্রধানমন্ত্রী ][আরও পড়ুন:লক্ষ্য লোকসভা! ফেব্রুয়ারিতে রাজ্য সফরে প্রধানমন্ত্রী ]

এক টুইট বার্তায় এদিন তিনি বলেন জেনে বুঝে কোনদিন তিনি রাজ্যবাসীকে আঘাত করতে চাননি। কিন্তু অজান্তেই যদি তাঁর কোনও কাজ, কোনও শব্দ বা তাঁর কোনও আচরণে তাঁর আঘাত পেয়ে থাকেন তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। সেই সঙ্গে বিজেপির কার্যকর্তা ও কেন্দ্রীয় নেতৃত্বকেও ধন্য়বাদ দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: নোট বাতিলের সময় 'দু'ধরনের কথা! আরবিআই-এ পুওর চয়েস শক্তিকান্ত, বলছেন বিশেষজ্ঞরা][আরও পড়ুন: নোট বাতিলের সময় 'দু'ধরনের কথা! আরবিআই-এ পুওর চয়েস শক্তিকান্ত, বলছেন বিশেষজ্ঞরা]

[আরও পড়ুন:মাত্র ১২১ ভোটের ব্যবধান কংগ্রেস ও বিজেপির, মধ্যপ্রদেশে ১৮ আসনের থ্রিলার ][আরও পড়ুন:মাত্র ১২১ ভোটের ব্যবধান কংগ্রেস ও বিজেপির, মধ্যপ্রদেশে ১৮ আসনের থ্রিলার ]

English summary
After tenders his resignation Ex Madhya Pradesh chief minister Shivraj Singh Chouhan says he will be the 'chowkidar' to the new government.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X