For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাবধান, মধ্যমা দেখালেই ঠাঁই হতে পারে জেল হাজতে

কোনও মহিলাকে মধ্যমা দেখালে আপনার ঠাঁই হবে শ্রীঘরে।

Google Oneindia Bengali News

কোনও মহিলাকে মধ্যমা দেখালে আপনার ঠাঁই হবে শ্রীঘরে। ২০১৪ সালে একটি মামলার প্রেক্ষিতে এমনই রায় দিয়েছে আদালত। দিল্লির আদালতে বিচারক জানিয়েছেন, কোনও মহিলাকে মধ্যমা দেখানো অপরাধের সামিল। মুখবিকৃতি ছাড়াই এটা মধ্যমা দেখালে সেটা অপরাধের সামিল হিসেবে গন্য করা হবে।

সাবধান, মধ্যমা দেখালেই ঠাঁই হতে পারে জেল হাজতে

২০১৪ সালে দিল্লি পুলিসের কাছে এক মহিলা অভিযোগ করেছিলেন তাঁর ভাসুর তাঁকে কটূক্তি ছাড়াও মধ্যমা দেখিয়ে অপমান করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিস ৫০৯ এবং ৩২৩ ধারায় মামলা দায়ের করেন। মহিলাকে অশালীন ভাষায় কূক্তির মামলা করা হয় এই দুই ধারায়। তদন্তের পর পুলিস ২০১৫ সালে ৮ অক্টোবর অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়।

অভিযোগ ভিত্তিহীন দাবি করে অভিযুক্ত মামলা লড়াই শুরু করে। চারজন প্রত্যক্ষদর্শীর বয়ান নেওয়ার পরেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বসুন্ধরা আজাদের এজলাসে মামলা উঠলে, তিনি বলেন একজন মহিলাকে মধ্যমা দেখানোর অর্থ হল তাঁর মর্যাদাহানি করা। অভিযুক্তকে দোযী সাব্যস্ত করে তিন বছরের জেল এবং জরিমানা করেছেন বিচারক।

English summary
Showing middle finger to woman can lead you to jail
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X