For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসহিষ্ণু ভারতে স্বামী বিবেকানন্দের কি হাল হতো, কি বললেন শশী থারুর

তিরুবন্তপুরমের এক সভায় বিজেপি শাসিত ভারতে অসহিষ্ণুতা প্রসঙ্গে বলতে গিয়ে কংগ্রেসের সাংসদ শশী থারুর বলেছেন, স্বামী বিবেকানন্দ আজকের দিনে মানবতার কথা বলতে গেলে তাঁকে হামলার মুখোমুখি হতে হত।

Google Oneindia Bengali News

স্বামী বিবেকানন্দ এখনকার মানুষ হলে তাঁর মুখে ইঞ্জিন অয়েল ছুঁড়ে মারা হত। রবিবার তিরুবন্তপুরমের এক সভায় এভাবেই অসহিষ্ণুতা প্রশ্নে বিজেপির দিকে আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ শশী থারুর। গতমাসে ঝাড়খণ্ডে গিয়ে স্থানীয় একদল লোকের হাতে আক্রান্ত হন সমাজকর্মী স্বামী অগ্নিবেশ। সেইকথা বলতে গিয়েই শশী টেনে আনেন স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ।

স্বামী বিবেকানন্দকে ইঞ্জিন অয়েল ছুড়ে মারা হত!

শশী থারুর বলেন, 'যদি স্বামী বিবেকানন্দ বর্তমান ভারতে আসতেন তাহলে যে গুন্ডারা স্বামী অগ্নিবেশকে আক্রমণ করেছে, তারাই তাঁকেও নিশানা করত। গুন্ডারা অ্জিন অয়েল নিয়ে আসত তাঁর মুখে ছুঁড়ে মারার জন্য এবং তাঁকে মাটিতে ফেলে পেটাতো। কারণ স্বামী বিবেকানন্দ বলতেন সব মানুষকে শ্রদ্ধা করার কথা। তিনি বলতেন মানবতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'

গত মাসে ঝাড়খণ্ডের পাকুর জেলায় এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সমাজকর্মী স্বামী অগ্নিবেশ। সেখানে একদল লোক তাঁর উপর হঠাত করেই হামলা চালায়। তাঁকে মাটিতে ফেলে প্রহার করা হয়। তাদের অভিযোগ ছিল এলাকার আদিবাসীদের খ্রীষ্ট ধর্মে ও পাকিস্তানের পথে চালিত করতে এসেছেন অগ্নিবেশ। রবিবার তিরুবন্তপুরমের ওই সভায় তিনিও উপস্থিত ছিলেন। তাঁর সামনেই বিজেপি শাসিত ভারতের অসহিষ্ণুতা প্রসঙ্গে এই কথা বলেন শশী থারুর।

মাসখানেক আগেও শশী বলেছিলেন, ২০১৯ লোকসভায় বিজেপি জিতলে ভারত 'হিন্দু পাকিস্তান' হয়ে যাবে। সেই মন্তব্য নিয়ে এমনকী দলের মধ্যেও সমালোচিত হতে হয়েছিল তাঁকে। কিন্তু তারপরেও তিনি নিজের মত থেকে সরে আসেননি।

English summary
Talking about the intolerance of BJP lead India in Thiruvananthapuram, Congress MP Shashi Tharoor said that if Swami Vivekananda spoke about humanity today, he had to face violent attack.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X