For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দু'টির বেশি সন্তান হলে কী করা উচিত! পরামর্শ দিলেন রামদেব

আগামী ৫০ বছরে ভারতের জনসংখ্যা ১৫০ কোটি যাতে ছাড়িয়ে না যায়, তার ব্য়বস্থা করতে হবে। এমনই দাবি যোগগুরু রামদেবের।

  • |
Google Oneindia Bengali News

আগামী ৫০ বছরে ভারতের জনসংখ্যা ১৫০ কোটি যাতে ছাড়িয়ে না যায়, তার ব্য়বস্থা করতে হবে। এমনই দাবি যোগগুরু রামদেবের। আর তার জন্য দু'টির বেশি সন্তান জন্মগ্রহণ করলে, তৃতীয় সন্তানের ভোটাধিকার কেড়ে নেওয়ার পরামর্শ দিলেন রামদেব।

দুটির বেশি সন্তান হলে কী করা উচিত! পরামর্শ দিলেন রামদেব

রামদেবের দাবি, সরকার এবার এমন আইন নিয়ে আসুক, যাতে জনসংখ্য়া নিয়ন্ত্রণে রাখা যায়। রামদেবের পরামর্শ , এজন্য তৃতীয় সন্তানের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত, পাশাপাশি ভোট লড়বারও সুযোগ দেওয়া উচিত নয়। এমনই এক পরমার্শ দিয়ে ভোটের পর রাতারাতি শিরোনাম কেড়ে নিয়েছেন এই যোগগুরু।


এছাড়াও তাঁর দাবি, তৃতীয় সন্তানকে সরকারি সুযোগ সুবিধা দেওয়া থেকেও বিরত থাকা উচিত। আর এমন কটোর নিয়মের দ্বারাই একমাত্র ভারতের বিপুল জনবিস্ফোরণ রুকে দেওয়া উচিত। এমন ভাবনা সঙ্গে নিয়ে সরকারকে একটি আইনও প্রণয়নের পারমর্শ দিয়েছেন রামদেব।

English summary
Third child should not be allowed to vote says Ramdev.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X