For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৪ ভারতীয় সহ ইরানের তেলের ট্যাঙ্কার আটক করল ব্রিটিশ নৌসেনা

২৮ জন ভারতীয় সহ ইরানের তেলের ট্যাঙ্কার গ্রেস-‌১ আটক করল ব্রিটিশ নৌসেনা।

Google Oneindia Bengali News

২৮ জন ভারতীয় সহ ইরানের তেলের ট্যাঙ্কার গ্রেস-‌১ আটক করল ব্রিটিশ নৌসেনা। বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরন জানিয়েছেন ভারতীয়রা সকলেই নিরাপদে রয়েছেন। ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

২৪ ভারতীয় সহ ইরানের তেলের ট্যাঙ্কার আটক করল ব্রিটিশ নৌসেনা

গত শুক্রবার ইরান ব্রিটেনের একটি তেলের ট্যাঙ্কার আটক করেছিল। তাতে ১৮ জন ভারতীয় ক্রু ছিলেন। তাঁরা সকলেই নিরাপদে রয়েছেন এবং তেহরানে ভারতীয় দূতাবাদের কর্মীরা তাঁদের সঙ্গে দেখাও করেছেন। গত ২০ জুলাই তাঁদের ভারতীয় দূতাবাসে পৌঁছে দেওয়া হয়।

ইরানের যে তেলের ট্যাঙ্কারটি ব্রিটেন আটক করেছে তার ভরতীয় ক্রুদের লন্ডনে ভারতীয় দূতাবাসে পৌঁছে দেওয়া হয়েছে ২৪ জুলাই। তারা সকলেই নিরাপদে রয়েছে বলে জানিয়েছেন ভি মুরলীধরন। জিব্রাল্টার পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে ইরানের তেলের ট্যাঙ্কারটি আটক করার পরে ভারতীয় ক্রুদের নিরাপদে রাখা হয়েছে। জিব্রাল্টার পুলিসের সঙ্গে যোগাযোগ রাখছে লন্ডনের ভারতীয় দূতাবাস।

গত কয়েকমাস ধরে ইরানের সঙ্গে আমেরিকা এবং ব্রিটেনের সম্পর্কের অবনতি হয়েছে। তেলের ট্যাঙ্কার আটকের ঘটনা বাড়ছে। এই পরিস্থিতিতে জলপথে বাণিজ্যে সংকটজনক পরিস্থিতি তৈরি হচ্ছে। পরিস্থিতি ক্রমশ সংকটজনক হচ্ছে।

[আরও পড়ুন:ট্রাম্পের প্রস্তাবে খুশি! ভারতকে আলোচনার টেবিলে টানতে আমেরিকার ওপর নির্ভরতা ইমরানের][আরও পড়ুন:ট্রাম্পের প্রস্তাবে খুশি! ভারতকে আলোচনার টেবিলে টানতে আমেরিকার ওপর নির্ভরতা ইমরানের]

[আরও পড়ুন:মোদী আমাকে কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করতে বলেছে!ট্রাম্পের উটকো দাবি মুহূর্তে তছনছ করল কূটনীতির দুনিয়াকে][আরও পড়ুন:মোদী আমাকে কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করতে বলেছে!ট্রাম্পের উটকো দাবি মুহূর্তে তছনছ করল কূটনীতির দুনিয়াকে]

English summary
24 Indians on board the Iranian oil tanker Grace 1 seized by British marines
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X