For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক জাতীয় দিবসে ইমরান খানকে শুভেচ্ছা বার্তা পাঠালেন নরেন্দ্র মোদী

পুলওয়ামা হামলার পর থেকে দুই দেশের সম্পর্কের শৈত্য আরও বেড়ে গিয়েছে। এই অবস্থাতে ইমরান খানের দিকে প্রথম সৌজন্যের হাত বাড়িয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামা হামলার পর থেকে দুই দেশের সম্পর্কের শৈত্য আরও বেড়ে গিয়েছে। এই অবস্থাতে ইমরান খানের দিকে প্রথম সৌজন্যের হাত বাড়িয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই। পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে সেদেশের জাতীয় দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

পাক জাতীয় দিবসে ইমরান খানকে শুভেচ্ছা বার্তা নরেন্দ্র মোদীর

ইমরান টুইট করে মোদীর বার্তা সকলকে জানিয়েছেন। মোদী লিখেছেন, জাতীয় দিবসে পাকিস্তানের নাগরিকদের আমার শুভেচ্ছা। সময় এসেছে উপমহাদেশের নাগরিকদের একসঙ্গে হাত ধরে গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে উন্নতির পথে এগোনোর। যে পথে সন্ত্রাস ও হিংসা থাকবে না।

ইমরান মোদীর বার্তাকে আমন্ত্রণ জানিয়েছেন। এবং বলেছেন, সময় এসেছে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যা সমাধান করার। তাঁর কথায়, দুই দেশকে এগিয়ে এসে নতুন সম্পর্ক স্থাপন করতে হবে শান্তি ও উন্নতির মধ্য দিয়ে।

প্রতিবছর ২৩ মার্চ পাকিস্তানের জাতীয় দিবস পালন করা হয়। তার আগে মোদীর বার্তা নিঃসন্দেহে ভারতের তরফ থেকে ইতিবাচক ইঙ্গিত দিল বলেই মনে করা হচ্ছে।

English summary
Ahead of Pakistan National Day, Imran Khan tweets PM Modi's message to him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X