For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভারতে আর একটাও জঙ্গি হামলা হলে সাংঘাতিক বিপদ হবে', পাকিস্তানকে হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের

এবার আর ভারত নয়। হুমকি এলো সোজা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। পাকিস্তানকে হুঁশিয়ারির সুরে এদিন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানায়, আর একটাও যদি সন্ত্রাস হামলা ভারতের মাটিতে হয়

  • |
Google Oneindia Bengali News

এবার আর ভারত নয়। হুমকি এলো সোজা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। পাকিস্তানকে হুঁশিয়ারির সুরে এদিন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানায়, আর একটাও যদি সন্ত্রাস হামলা ভারতের মাটিতে হয়, তাহলে তার থেকে বড় সমস্যা আর কিছু হবে না।

ভারতে আর একটাও জঙ্গি হামলা হলে সাংঘাতিক বিপদ হবে, পাকিস্তানকে হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের

মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে হোয়াইট হাউসের এক আমলা জানিয়েছেন, পাকিস্তান যে জঙ্গিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে তা প্রকাশ্যেআসতে হবে। যাতে দুই দেশের মধ্যে কোনও রকমের উত্তেজনা তৈরি না হয়, তার জন্য লস্কর ও জইশের বিরুদ্ধে পাকিস্তানকে ব্যবস্থা নেওয়ার কথা জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। যদি পাকিস্তান এই বিষয়ে ব্যবস্থা না নেয় আর ভারতের মাটিতে কোনও সন্ত্রাস হামলা হয়ে যায়,তাহলে তা দুটি দেশের জন্য বিপদজনক হয়ে উঠবে।

[আরও পড়ুন: বিপাকে বাবুল! এবার পুলিশের দ্বারস্থ ২ সিভিক ভলেন্টিয়ার][আরও পড়ুন: বিপাকে বাবুল! এবার পুলিশের দ্বারস্থ ২ সিভিক ভলেন্টিয়ার]

এই আমলা এদিন জানান, পাকিস্তান এই বিষয়ে একটি প্রথমিক পদক্ষেপ নিয়েছে। বহু জঙ্গি সংগঠনের ওপর প্রশাসনিক নজরদারি চালিয়েছে। তবে আরও প্রয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট বার্তায় হাফিজ সইদের নাম না করে জানিয়েছে, পাকিস্তান এর আগে অনেক ক্ষেত্রে জঙ্গিদের গ্রেফতার করেছে, তবে তারপরই ছেড়ে দিয়েছে। সারা দেশে জঙ্গি নেতারা লাগামছাড়া ভাবে ঘুরছে। এবার পাকিস্তান যে ব্যবস্থা নিচ্ছে , তা দেখতে চাই।

[আরও পড়ুন:৫১ জন শিশুকে নিয়ে স্কুলবাস অপহরণ ড্রাইভারের! এরপর ঘটে গেল অমানবিক ঘটনা][আরও পড়ুন:৫১ জন শিশুকে নিয়ে স্কুলবাস অপহরণ ড্রাইভারের! এরপর ঘটে গেল অমানবিক ঘটনা]

[আরও পড়ুন:কাশ্মীরে ফের পুলিশের ওপরে গ্রেনেড হামলা, আহত ৩][আরও পড়ুন:কাশ্মীরে ফের পুলিশের ওপরে গ্রেনেড হামলা, আহত ৩]

English summary
Another Terror Attack On India Will Be Extremely Problematic US To Pak.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X