For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজকীয় জীবনধারা কার্যত অন্ধ কূপ! মারাত্মক অপরাধীদের সঙ্গে রাত কাটল নীরব মোদীর

রাজকীয় জীবনধারা থেকে একেবারে অন্ধ কূপ। ভারতে ১৪ হাজার কোটি টাকা প্রতারণার দায়ে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীবর মোদীকে রাখা হয়েছে ব্রিটেনের সব থেকে বাজে কারাগারে।

  • |
Google Oneindia Bengali News

রাজকীয় জীবনধারা থেকে একেবারে অন্ধ কূপ। ভারতে ১৪ হাজার কোটি টাকা প্রতারণার দায়ে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীবর মোদীকে রাখা হয়েছে ব্রিটেনের সব থেকে বাজে কারাগারে। নীরব মোদীকে রাখা রয়েছে ওয়ান্ডসওয়ার্থ কারাগারে।

 রাজকীয় জীবনধারা কার্যত অন্ধ কূপ! মারাত্মক অপরাধীদের সঙ্গে রাত কাটল নীরব মোদীর

বুধবার স্কটল্যান্ড ইয়ার্ড নীরব মোদীকে গ্রেফতার করেছিল। পরে তার জামিনের আবেদনও খারিজ হয়ে যায়। ২৯ মার্চ পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। এরপরেই ৪৮ বছর বয়সী প্রতারক হিরে ব্যবসায়ীকে হার ম্যাজেস্টি প্রিজন ওয়ান্ডসওয়ার্থ কারাগারে নিয়ে যাওয়া হয়। যা ব্রিটেনের সব থেকে অখ্যাত কারাগারের মধ্যে অন্যতম। আর যারা রাজকীয় জীবন ধারায় অভ্যস্থ, তাদের ক্ষেত্রে খারাপ বললে অত্যুক্তি হয় না। বিশেষ করে শরীরে হিরে এবং উঠপাখির জ্যাকেট যাদের থাকে।

ওয়ান্ডসওয়ার্থ হল ব্রিটেনের সব থেরে বড় কারাগার। যেখানে নিয়মকানুনও বেশ কড়া। সেখানে প্রায় ১৪০০ বন্দি রয়েছে। দ্বিতীয় শ্রেণির এই কারাগারকে উচ্চ ঝুঁকির বলে বিবেচনা করা হয় না। সেখানকার সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বড় অপরাধীদের কূপগুলি অত্যন্ত কঠোরভাবে পরিদর্শন করা হয়। কোনও কোনও সময় দিনে ২২ ঘন্টাই লক করা থাকে। সপ্তাহের শেষটাও ভাল যায় না সেখানে। বন্দিদের অনেকের দেহে আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে।

<span class=[আরও পড়ুন:ভোটের আগে শোভন-সব্যসাচীকে তৃণমূলের কোন তালিকা থেকে বাদ দেওয়া হল ! জল্পনা কি উস্কে গেল ]" title="[আরও পড়ুন:ভোটের আগে শোভন-সব্যসাচীকে তৃণমূলের কোন তালিকা থেকে বাদ দেওয়া হল ! জল্পনা কি উস্কে গেল ]" />[আরও পড়ুন:ভোটের আগে শোভন-সব্যসাচীকে তৃণমূলের কোন তালিকা থেকে বাদ দেওয়া হল ! জল্পনা কি উস্কে গেল ]

প্রতিদিনের কাজে লোহার হাত ব্যবহার করেন কারাগারের কর্মীরা। আর গতমাসে এক বন্দি পালিয়ে যাওয়ার পর থেকে কারাগার থাকে একেবারে লকডাউন অবস্থায়। তবে এরমধ্যেও সেখানে ড্রাগ পাচারের ঘটনাও ঘটে বলে অভিযোগ।

[আরও পড়ুন: ২৭টি আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করে ফেলল বিজেপি! জানুন কে কোথায় লড়তে পারেন][আরও পড়ুন: ২৭টি আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করে ফেলল বিজেপি! জানুন কে কোথায় লড়তে পারেন]

এই কারাগারেই স্থান পেয়েছে মারাত্মক অপরাধী এবং জঙ্গি অভিযোগে গ্রেফতার হওয়ারা। এটা একেবারেই অসম্ভব নয়, যে নীরব মোদী এরকমই কারও কাছাকাছি কাছাকাছি রাখা হয়েছে।

[আরও পড়ুন: ২০১৯ ভোট প্রচারে মিমি-নুসরত ছাড়া আর কোন চমক দিতে চলেছেন মমতা! উঠে আসছে কাদের নাম][আরও পড়ুন: ২০১৯ ভোট প্রচারে মিমি-নুসরত ছাড়া আর কোন চমক দিতে চলেছেন মমতা! উঠে আসছে কাদের নাম]

English summary
Fugitive jeweller Nirav Modi held in 'Britain's worst prison'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X