For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে চুম্বন আমেরিকার মাটিতে, কাশ্মীরি পণ্ডিতদের অভ্যর্থনার ভিডিও ভাইরাল

আমেরিকার মাটিতে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে মিলিত হয়ে নতুন কাশ্মীর গড়ে তোলার বার্তা দিলেন দিলেন নরেন্দ্র মোদী। বিদেশের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এই বার্তা পেয়ে আপ্লুত আমেরিকা প্রবাসী পণ্ডিতরা।

  • |
Google Oneindia Bengali News

আমেরিকার মাটিতে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে মিলিত হয়ে নতুন কাশ্মীর গড়ে তোলার বার্তা দিলেন দিলেন নরেন্দ্র মোদী। বিদেশের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এই বার্তা পেয়ে আপ্লুত আমেরিকা প্রবাসী পণ্ডিতরা। এক কাশ্মীরি পণ্ডিত তো আবেগে ভেসে মোদীর হাতে চুম্বন করে বসলেন। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গেল।

প্রধানমন্ত্রীকে স্বাগত

এদিন আমেরিকার টেক্সাসে হাউস্টনে ভারতীয় সংস্কৃতির আবহে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। শিখ সম্প্রদায় থেকে শুরু করে বোরহা সম্প্রদায় ও কাশ্মীরি পণ্ডিতরাও উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানান তাঁকে। আমেরিকার মাটিতে মোদীর সঙ্গে মিলিত হয়ে তাঁরা নিজেদের গর্বিত বলে মনে করেন। তাঁরা আবেগে আপ্লুত হয়ে পড়েন মোদী-সকাশে।

নতুন কাশ্মীর গড়ে তুলব

এদিন মোদী সকাশে কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন সুরিন্দর কৌল। তিনি জানান, প্রধানমন্ত্রী আমাদের বলেছেন যে, আমরা একসাথে নতুন কাশ্মীর গড়ে তুলব। এতদিন অনেক ক্ষতি হয়েছে, এবার নতুন ভাবনার সময়। আমাদের যুব সমাজ তাঁর কাছ থেকে এই বার্তায় শুনতে চেয়েছিল। আমি সম্প্রদায়ের পক্ষ থেকে একটি স্মারকলিপি পেশ করেছি। প্রধানমন্ত্রী তা আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন।

মোদীর হাতে চুম্বন

নরেন্দ্র মোদী এদিন কাশ্মীরি পণ্ডিতদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের সঙ্গে মত বিনিময় করেন। তাঁদের সঙ্গে আলাপচারিতা চলাকালীনই সুরিন্দর কৌল প্রধানমন্ত্রী মোদীর হাতে চুম্বন করেন। তিনি মোদীর হাতে চুম্বন খেয়ে বলেন, 7 লক্ষ কাশ্মীরি পণ্ডিতদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

'নমস্তে শারদে দেবী'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাউস্টনে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে মিলিত হওয়ার পর আলাপচারিতা চলাকালীন 'নমস্তে শারদে দেবী' শ্লোক পাঠ করেন। তাঁর এই আবৃত্তি শুনে আরও আপ্লুত হন কাশ্মীরি পণ্ডিতরা। উল্লেখ্য, শরৎকাল আগত। দেবী দুর্গার আগমন বার্তা ধ্বনিত হচ্ছে দিকে দিকে। তারই মধ্যে বিদেশের মাটিতে এই বার্তা মন কেড়ে নেয় পণ্ডিতমহলে।

ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ

এরপর সাত লক্ষ কাশ্মীরি পণ্ডিতের তরফে কাশ্মীরে ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানান সুরিন্দর কৌল। তিনি বলেন, আমরা তাকে আশ্বস্ত করেছিলাম যে আমাদের সম্প্রদায় সরকারের উপর আস্থাশীল। কাশ্মীরের বিকাশে যে স্বপ্ন বুনেছে আমাদের সরকার, সেই কাজ সফল হোক আমরা চাই।

টাস্কফোর্স ও উপদেষ্টা কাউন্সিল প্রতিষ্ঠার অনুরোধ

তিনি বলেন, কাশ্মীরি পণ্ডিতদের প্রত্যাবাসনের পরিকল্পনা বাস্তবায়িত করতে সম্প্রদায়ের উন্নয়নে নেতৃবৃন্দ, বিশেষজ্ঞ এবং মূল অংশীদারদের একত্রিত করতে আমাদের সম্প্রদায়ের জন্য একটি টাস্কফোর্স ও উপদেষ্টা কাউন্সিল প্রতিষ্ঠার অনুরোধ করা হয়েছে প্রধানমন্ত্রী কাছে। তিনি তা মেনে নিয়েছেন।

আমরা সকলের সুবিধার্থে উন্নয়নের পক্ষে

আমরা সকলের সুবিধার্থে উন্নয়নের পক্ষে। সরকার ও নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে কাজ করার প্রত্যাশা করছি। আমরা কাশ্মীরি সভ্যতার শান্তি, বহুত্ববাদ, ধর্মীয় স্বাধীনতার মূল্যবোধ পুনরুদ্ধার করতে দেশে ফেরার প্রত্যাশায় রয়েছি।

English summary
Kashmiri Pandit kisses PM Narendra Modi’s hand during interaction. They also submits the memorandum to Modi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X