For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মালিয়া ইস্যুতে অরুণ জেটলিকে 'সাপ' বলে কটাক্ষ আর এক মোদীর

আর এক পলাতক ভারতীয় ললিত মোদী কটাক্ষ করলেন অরুণ জেটলিকে।

  • |
Google Oneindia Bengali News

লন্ডনে ওয়েস্ট মিনস্টার আদালতের বাইরে দাঁড়িয়ে ঋণখেলাপি মামলায় অভিযুক্ত বিজয় মালিয়া স্পষ্ট জানিয়েছেন, দেশ ছাড়ার আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে তার কথা হয়। তিনি মীমাংসার প্রস্তাব দিয়েছিলেন। একপ্রকার সম্মতি নিয়েই দেশ ছেড়েছিলেন বলে বিরোধীরাও কটাক্ষ করেছেন। সেই প্রেক্ষিতে অরুণ জেটলি বিবৃতি দিয়ে জানান, আলাদা করে মালিয়ার সঙ্গে তাঁর কোনও কথা হয়নি।

মালিয়া ইস্যুতে অরুণ জেটলিকে সাপ বলে কটাক্ষ আর এক মোদীর

এই প্রসঙ্গে আর এক পলাতক ভারতীয় ললিত মোদী কটাক্ষ করলেন অরুণ জেটলিকে। টুইট করে জেটলিকে 'সাপ' বলতেও ছাড়েননি তিনি। জেটলি স্বীকার করুন যে ২০১৬ সালের ১ মার্চ তিনি মালিয়ার সঙ্গে বৈঠক করেন। তার পরের দিনই মালিয়া দেশ ছাড়েন।

এমন মিথ্যা জেটলি বলতেই পারেন বলে দাবি ললিত মোদীর। অর্থাৎ ঘুরিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে মিথ্যেবাদী বলতেও ছাড়েননি তিনি।

প্রসঙ্গত, কংগ্রেস সাংসদ পিএল পুনিয়া জানিয়েছেন, অরুণ জেটলি ২০১৬ সালের ১ মার্চ সংসদের সেন্ট্রাল হলের কোণে দাঁড়িয়ে মালিয়ার সঙ্গে কথা বলেন। ১৫-২০ মিনিট আলোচনা হয়। মালিয়া সেভাবে সংসদে আসতেন না। সেদিন সম্ভবত জেটলির সঙ্গে কথা বলতেই তিনি আসেন। তার পরের দিন দেশ ছাড়ার খবর সংবাদমাধ্যমে আসে।

[আরও পড়ুন: মহাকাশ থেকে কেমন দেখতে লাগছে ঘূর্ণিঝড় ফ্লোরেন্স! দেখুন হতবাক করা ছবি ও ভিডিও][আরও পড়ুন: মহাকাশ থেকে কেমন দেখতে লাগছে ঘূর্ণিঝড় ফ্লোরেন্স! দেখুন হতবাক করা ছবি ও ভিডিও]

লন্ডনে সাংবাদিকদের প্রশ্ন ছিল, তাঁকে কি দেশ ছাড়তে বলা হয়েছিল? সরাসরি এই প্রশ্নের কোনও জবাব দেননি মালিয়া। শুধু বলেন, 'জেনেভায় আমার পূর্বনির্ধারিত বৈঠক ছিল। তার আগে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে মীমাংসার প্রস্তাব দিই। এটাই সত্যি।' তারপরই জেটলি প্রতিক্রিয়া দেন।

[আরও পড়ুন: চাকরির দুর্দশা! রেলের গ্যাংম্যান পদে আবেদন কোটি কোটি ইঞ্জিনিয়ার, স্নাতকোত্তর পাশ কৃতীদের][আরও পড়ুন: চাকরির দুর্দশা! রেলের গ্যাংম্যান পদে আবেদন কোটি কোটি ইঞ্জিনিয়ার, স্নাতকোত্তর পাশ কৃতীদের]

[আরও পড়ুন: মাত্র কয়েক ঘণ্টায় বুলেট ট্রেনে কলকাতা থেকে চিন পাড়ির পরিকল্পনা তৈরি][আরও পড়ুন: মাত্র কয়েক ঘণ্টায় বুলেট ট্রেনে কলকাতা থেকে চিন পাড়ির পরিকল্পনা তৈরি]

English summary
Lalit Modi called Arun Jaitley a snake, on Vijay Mallya issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X