For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্যানসার পরাস্ত করল দুনিয়া বদলের অন্যতম কারিগর পল অ্যালেনকে

মারণ ক্যানসার জীবনযুদ্ধে হার মানাল মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা পল অ্যালেনকে।

  • |
Google Oneindia Bengali News

মারণ ক্যানসার জীবনযুদ্ধে হার মানাল মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা পল অ্যালেনকে। ১৯৭০-এর দশকে বিল গেটসের সঙ্গে যৌথভাবে অ্যালেন মাইক্রোসফটের প্রতিষ্ঠা করেন। সোমবার ক্যানসারে আক্রান্ত দেহ শেষ অবধি সাড়া দেওয়া বন্ধ করেছে।

ক্যানসার পরাস্ত করল দুনিয়া বদলের অন্যতম কারিগর পল অ্যালেনকে

পলের পরিবার জানিয়েছে, শুধু প্রযুক্তিবিদ হিসাবেই নয়, সমাজসেবি ও সর্বোপরি মানুষ হিসাবেও তিনি অনন্য ছিলেন। ফলে এই মৃত্যু তাদের কাছে গভীর শোকের। এমনটাই জানিয়েছেন পলের বোন জোডি।

নয় বছর আগে ক্যানসার হয়ে সেরে যাওয়ার পর তা ফের ফেরত আসে। সেটা মৃত্যুর দুই সপ্তাহ আগে পল জানিয়েছিলেন। রক্তের শ্বেতকণিকাকে আক্রান্ত করেছে ক্যানসারের জীবাণু।

পল স্ট্রালোলঞ্চ নামে একটি মহাকাশ সংস্থাও স্থাপনা করেছিলেন। সেটি বিশ্বের সর্ববৃহত বিমান বানাচ্ছে। তবে তার এখনও পরীক্ষণ হয়নি। এছাড়া ফুটবল দলের মালিকও ছিলেন তিনি।

১৯৮৩ সালে মাইক্রোসফট ছাড়ার পরে ভুলকান সংস্থা গড়েন পল। ফোর্বসের বিচারে তাঁর সম্পদের পরিমাণ ২০.৩ বিলিয়ন মার্কিন ডলার। তাঁর প্রয়াণে মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লাও মুখ খুলেছেন। তিনি বলেছেন, পল দুনিয়া বদলের কারিগর ছিলেন। মাইক্রোসফটে ম্যাজিকাল প্রোডাক্ট বানিয়েছেন তিনি। আমাদের সংস্থা ও সমাজে তাঁর অবদান অনন্য।

English summary
Microsoft co-founder and billionaire Paul Allen dies of cancer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X