For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিতলি ও লুবানের ভয়াবহতা কি বিশ্ব উষ্ণায়নের আরও এক নামান্তর!

বিশ্ব উষ্ণায়ন ক্রমেই এক ভয়াবহ চেহারা নিচ্ছে । যার ফলস্বরূপ একের পর এক প্রাকৃতিক দুর্যোগ উঠে আসছে।উষ্ণায়নের তাণ্ডবে একের পর এক ঘূর্ণিঝড় গ্রাস করছে এই গ্রহের বিভিন্ন অংশকে।

  • |
Google Oneindia Bengali News

বিশ্ব উষ্ণায়ন ক্রমেই এক ভয়াবহ চেহারা নিচ্ছে । যার ফলস্বরূপ একের পর এক প্রাকৃতিক দুর্যোগ উঠে আসছে।উষ্ণায়নের তাণ্ডবে একের পর এক ঘূর্ণিঝড় গ্রাস করছে এই গ্রহের বিভিন্ন অংশকে। পশ্চিমী হেমিস্ফিয়ারে হারিকেন মাইকেলের তাণ্ডবের পর পূর্বের আবহাওয়ায় দাপট দেখিয়েছে
তিতলি।

তিতলি ও লুবানের ভয়াবহতা কি বিশ্ব উষ্ণায়নের আরও এক নামন্তর!

নাসার অ্যাকোয়া স্যাটেলাইট সাইক্লোন লুবান গত ১১ অক্টোবর অক্টোবর কীভাবে এগিয়েছে তার একটি রঙিন চিত্র প্রকাশ করেছে নাসা-র অ্যাকোয়া স্যাটেলাইট। মার্কিন জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের সহায়তায়, লুবানের গতি ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। আর এর জেরে ঝড়ের উর্ধ্বসীমা ছিল ২৬ ফুট। প্রাচ্যের এমান, সালাহতে এই ঝড় কিছুদিন আগেই তাণ্ডব দেখিয়েছে।

এদিকে, দক্ষিণ এশিয়া বিশেষত ভারতের পূর্বাভাগ ও বাংলাদেশে নিজের প্রভাব বিস্তার করে তিতলি। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার। অনেক বিজ্ঞানীর দাবি ক্রমেই বাতাসে দূষণ বাড়ার ফলে এমন ঝড় বেড়েই চলেছে। এর ফলে স্বাভাবিক ঋত চক্রেও প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। কেবলমাত্র দূশণের কারণেই এই ধরনের আরও সাইক্লোন আসতে চলেছে।এমনও দাবি অনেকের।

English summary
Two storms have also roiled the northern Indian Ocean,know more on Titli and Luban .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X