For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দু মেয়ে অপহরণ কাণ্ড! পাকিস্তানি মন্ত্রীকে ঝেড়ে কাপড় পরালেন সুষমা স্বরাজ

পাকিস্তানে দুই হিন্দু মেয়ের অপহরণ, ধর্মান্তকরণ ও নাবালিকা অবস্থায় বিয়ের খবরে ফের চড়ল দুই দেশের সম্পর্কের পারদ।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানে দুই হিন্দু মেয়ের অপহরণ, ধর্মান্তকরণ ও নাবালিকা অবস্থায় বিয়ের খবরে ফের চড়ল দুই দেশের সম্পর্কের পারদ। ঘটনাটি ঘটেছে সিন্ধ প্রদেশে। এই ঘটনায় পাকিস্তানে থাকা ভারতীয় রাষ্ট্রদূতের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন সুষমা স্বরাজ। পাশাপাশি সেদেশের মন্ত্রীকে কড়া ভাষায় তিরস্কার করেছেন।

পাকিস্তানি মন্ত্রীকে ঝেড়ে কাপড় পরালেন সুষমা স্বরাজ

সুষমা স্বরাজ জানান, দুই হিন্দু মেয়েকে হোলির দিল অপহরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সিন্ধ প্রদেশে। যে টুইটের পাল্টা পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী লেখেন, এটা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়।

তার পাল্টা সুষমা আবার লেখেন, 'শুনুন মন্ত্রীমশাই, আমি শুধু ভারতীয় রাষ্ট্রদূতের কাছে অপহরণ ও জোর করে ধর্মান্তকরণের রিপোর্ট চেয়েছি। এটা আপনাদের ভয় ধরানোর জন্য যথেষ্ট ছিল। এতেই বোঝা যাচ্ছে আপনাদের অপরাধপ্রবণ মনস্কতা।'

প্রসঙ্গত, রবীনা (১৩) ও রিনা (১৫) নামে দুই নাবালিকা হিন্দু মেয়েকে সিন্ধ প্রদেশের ঘোটকি জেলা থেকে হোলির দিন অপহরণ করা হয়। অপহরণের পরই একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় তাদের জোর করে নিকাহ করে দেওয়া হচ্ছে। আর একটি ভিডিওয় দেখা তাঁদের ইসলাম ধর্মও গ্রহণ করানো হচ্ছে। যে খবর আসার পরই পাক প্রধানমন্ত্রী ইমরান খান তদন্তের নির্দেশ দিয়েছেন। এবং প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছেন। তারপরই সুষমাও রিপোর্ট চেয়ে পাঠান।

English summary
War of words breaks out between Sushma Swaraj, Pakistan minister over abduction of Hindu girls in Sindh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X