For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বজুড়ে বদলের কারিগর হোন, স্বামীজির শিকাগো বক্তৃতার ১২৫ বছর পূর্তিতে আবেদন বিশ্ব হিন্দু কংগ্রেসের

সারা বিশ্বের হিন্দু সমাজের কাছে বিশ্ব হিন্দু কংগ্রেসের আবেদন, ইতিবাচক ভঙ্গিতে সারা বিশ্বে বদলের কারিগর হতে হবে।

  • |
Google Oneindia Bengali News

১৮৯৩ সালে শিকাগোয় সর্ব ধর্ম মহাসভায় বক্তব্য রাখতে গিয়ে স্বামী বিবেকানন্দ হিন্দুত্বের সঙ্গে সারা বিশ্ব তথা পাশ্চাত্যের পরিচয় ঘটিয়েছিলেন। সেই ঐতিহাসিক সভার ১২৫ বছর পূর্তিতে সারা বিশ্বের হিন্দু সমাজের কাছে বিশ্ব হিন্দু কংগ্রেসের আবেদন, ইতিবাচক ভঙ্গিতে সারা বিশ্বে বদলের কারিগর হতে হবে। সেজন্য স্থায়ী সেক্রেটারিয়েট তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে হিন্দুদের অধিকার রক্ষার লড়াইকে ছড়িয়ে দিতে বলা হয়েছে।

বিশ্বজুড়ে বদল কারিগর হোন, আবেদন বিশ্ব হিন্দু কংগ্রেসের

দ্বিতীয়বার হওয়া হিন্দু কংগ্রেসের ২৫০০ জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন। ২৫০ জন বক্তা বক্তব্য রাখেন। ৬০টি দেশ থেকে মানুষ তিন দিনের হিন্দু কংগ্রেসে যোগ দিতে আসেন।

সারা বিশ্বে হিন্দুদের ভাবনাতে ছড়িয়ে দিতে ও অধিকারকে অক্ষুণ্ণ রাখতে গুণী ব্যক্তিদের তাতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্য ইংল্যান্ডে এই সেক্রেটারিয়েট তৈরি হবে।

ক্যারিবিয়ান দ্বীপ, ফিজি, আফ্রিকান দেশগুলিতে হিন্দু ধর্মের বিকাশে তৎপর হতে বলা হয়েছে। এই রাজ্যগুলিতে রাজনৈতিক নেতা তৈরি করতেও নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বের যেখানেই হিন্দুদের উপরে অত্যাচার হবে, সেখানেই স্যোশাল মিডিয়াকে হাতিয়ার করে তা ছড়িয়ে দিতে আহ্বান জানানো হয়েছে।

মোহনদাস পাই, সোনাল মানসিং, নাগাস্বামী, মোহন ভগবত, সুভাষ ককের মতো ব্যক্তিত্বরা এসে অংশ নেন। উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইড়ুও এই সভায় অংশ নিয়েছেন বলে জানা গিয়েছে।

English summary
World Hindu Congress pushes for greater global presence of Hindus around the world
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X