For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজনৈতিকভাবে না পেরেই স্ত্রীকে হেনস্থা! চৌকিদাররা কি ঘুমিয়ে ছিলেন, তোপ অভিষেকের

ভোটের মুখে রাজনৈতিক ফায়দা তোলার জন্য তাঁর স্ত্রীকে বিমানবন্দরে আটক করে হেনস্থা করা হয়েছে বলে বিজেপিকে কাঠগড়ায় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

ভোটের মুখে রাজনৈতিক ফায়দা তোলার জন্য তাঁর স্ত্রীকে বিমানবন্দরে আটক করে হেনস্থা করা হয়েছে বলে বিজেপিকে কাঠগড়ায় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে এক এক করে প্রশ্ন ছুড়ে দেন তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি। চ্যালেঞ্জ ছুড়ে জানিয়েছেন, প্রমাণ দেখাক, তিনি যে কোনও তদন্ত বসতে রাজি।

রাজনৈতিকভাবে না পেরেই স্ত্রীকে হেনস্থা! চৌকিদাররা কি ঘুমিয়ে ছিলেন, তোপ অভিষেকের

উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে বেআইনিভাবে দুকেজি সোনা নিয়ে ট্রাভেল করার জন্য বিমানবন্দরে আটকে হেনস্থা করা হয়। তার প্রতিবাদেই গর্জে ওঠেন অভিযেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপিকে নিশানা করে এক এক প্রশ্ন ছুড়ে দেন। তাঁর প্রশ্ন, প্রোফাইল শব্দের অর্থ কী? সিসিটিভি ফুটেজ দেখাক কাস্টমস? সিআইএসএফকে কেন ডাকা হল না? চৌকিদার কি তখন ঘুমিয়ে ছিল? যদি সোনা উদ্ধার হয়ে থাকে, কেন সেই সোনা বাজেয়াপ্ত করা হল না?

অভিষেক বলেন, আমার স্ত্রীকে বিমানবন্দরে আটকে হেনস্থা করা হয়েছে। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী বলেই তাঁকে হেনস্থা হতে হয়েছে। নোংরা রাজনীতির শিকার হতে হয়েছে। এসব ভোটের মুখে বিজেপি ও সিপিএমের অপপ্রচার। ওরা কখনও বলছে ২ কেজি সোনা, কখনও বলছে ৭০ লক্ষ টাকা, কখনও ৫০ হাজার ডলার পাওয়া গিয়েছে।

[আরও পড়ুন:সল্টলেকে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, দেখুন ভিডিও][আরও পড়ুন:সল্টলেকে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, দেখুন ভিডিও]

আমি বলছি, ওরা প্রমাণ করুক, দুগ্রাম সোনা ছিল। কোনও প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব। আসলে রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে ব্যক্তিগত আক্রমণ করছে ওরা। তবে দেশের বিচারব্যবস্থার প্রতি আস্থা রয়েছে। আমরা আইনানুগ সমস্তরকম ব্যবস্থা নেব। যেখানে জানানোর সঠিক জায়গায় জানাব। তিনি পাল্টা ঘুষ চাওয়ার অভিযোগ আনেন।

[আরও পড়ুন: পুলিশমন্ত্রীর অনুপ্রেরণা! বিমানবন্দরে অভিষেকের স্ত্রীর মুক্তিতে মোদী ভাই-দিদি ভাই যোগ, বললেন সুজন][আরও পড়ুন: পুলিশমন্ত্রীর অনুপ্রেরণা! বিমানবন্দরে অভিষেকের স্ত্রীর মুক্তিতে মোদী ভাই-দিদি ভাই যোগ, বললেন সুজন]

[আরও পড়ুন:প্রচারে বেরিয়ে ঝটকা তৃণমূল-সিপিএমকে, ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে শপথ রাহুলের][আরও পড়ুন:প্রচারে বেরিয়ে ঝটকা তৃণমূল-সিপিএমকে, ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে শপথ রাহুলের]

অভিষেক বলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে এফআইআর করেছিলাম আমি। সেজন্যই কি গায়ের জ্বালা হয়েছে ওঁদের! আমাদের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে না পেরে আমার স্ত্রীকে হেনস্থা করছে। ওঁরা যদি ভেবে থাকেন, আমার স্ত্রীকে হেনস্থা করে আমাকে নোয়াতে পারবে, তবে ভুল ভেবেছে। আমি ছাড়ার পাত্র নই। এর শেষ দেখে ছাড়ব।

[আরও পড়ুন:রায়গঞ্জে প্রচারে সেলিম! মানুষই জবাব দেবে, বললেন বাম সাংসদ][আরও পড়ুন:রায়গঞ্জে প্রচারে সেলিম! মানুষই জবাব দেবে, বললেন বাম সাংসদ]

English summary
Abhishek Banerjee counters BJP on harassment of his wife in Air Port. He challenge to Customs and attacks Modi and Amit Shah,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X