For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫৫০০ কোটির বিনিয়োগ মমতা-রাজ্যে, বিপুল কর্মসংস্থান! পুজোর মুখে বিরাট সাফল্য

পুজোর মুখেই রাজ্যে এল খুশির খবর। অনলাইন বিপণন সংস্থা প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে রাজ্যে। এর ফলে অন্তত ১৮ হাজার কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র।

  • |
Google Oneindia Bengali News

পুজোর মুখেই রাজ্যে এল খুশির খবর। অনলাইন বিপণন সংস্থা প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে রাজ্যে। এর ফলে অন্তত ১৮ হাজার কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। তিনি জানান, রাজ্যের তরফে জমি দেওয়া হয়েছে। সেই জমিতেই গড়ে উঠবে লজিস্টিক হাব।

হলদিয়ার সাড়ে চার হাজার কোটির বিনিয়োগ

হলদিয়ার সাড়ে চার হাজার কোটির বিনিয়োগ

একদিন আগেই হলদিয়ায় সাড়ে চার হাজার কোটি টাকার বিনিয়োগ কথা জানিয়েছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, সাড়ে চার হাজার কোটি বিনিয়োগে হলদিয়ায় একটি অ্যাসিড তৈরির কারখানা হবে। চ্যাটার্জি গ্রুপ এই বিশাল বিনিয়োগ করতে চলেছে। নবান্নের তরফে সেই বিনিয়োগের ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে।

নবান্নের ছাড়পত্র, ল্যান্ডব্যাঙ্কের জমি

নবান্নের ছাড়পত্র, ল্যান্ডব্যাঙ্কের জমি

হলদিয়া ডেভেলপমেন্ট অথোরিটির কাছে এই বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল। অথোরিটি তা পাঠিয়ে দেয় শিল্পমন্ত্রীর অনুমোদনের জন্য। নবান্নে মন্ত্রিসভার বৈঠকে তা আলোচনার পরই স্থির হয় চ্যাটার্জি গ্রুপকে ছাড়পত্র দেওয়া হবে। ৯৮.৫৭ একর জায়গা দেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হয়। সেইমতো শুভেন্দু জানান ল্যান্ডব্যাঙ্ক থেকে জমি দেওয়া হবে।

অনলাইন বিপণন সংস্থার লজিস্টিক হাব

অনলাইন বিপণন সংস্থার লজিস্টিক হাব

এদিন নবান্নে অনলাইন বিপণন সংস্থাটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে জানান শিল্পমন্ত্রী তথা অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন, হরিণঘাটায় ১০০ একর জমি দিচ্ছে অনলাইন বিপণন সংস্থা ফ্লিপকার্টকে। তারা লজিস্টিক হাব বানাতে চায়। রাজ্যে মোট ৯৫১ কোটি টাকা বিনিয়োগ করবে তারা।

দেড় বছরের মধ্যেই কারখানা, কর্মসংস্থান

দেড় বছরের মধ্যেই কারখানা, কর্মসংস্থান

বিপুল এই বিনিয়োগের ফলে ১৮ হাজার কর্মসংস্থান হবে বলে তিনি জানান। অর্থমন্ত্রীর কথায়, এই প্রথম পূর্ব ভারতে ফ্লিপকার্ট বিনিয়োগ করতে চলেছে। তিন মাসের মধ্যে এই জমি হস্তান্তর করে দেওয়া হবে। আগামী দেড় বছরের মধ্যেই অনলাইন বিপণন সংস্থা লজিস্টিক হাব উপহার দেবে রাজ্যকে।

English summary
Finance Minister Amit Mitra says, an online company will invest 1000 crore in West Bengal. In Haldia there will be more 4500 crore invest.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X