For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যাদবপুরের ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ বিদ্বজ্জনেদের

বৃহস্পতিবার দিনভর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের বিদ্বজ্জনেরা।

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার দিনভর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের বিদ্বজ্জনেরা। শুক্রবার সিটিজেন স্পিক ইন্ডিয়া ব্যানারে একটি প্রেস বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশের কথা জানান তারা। সেই ব্যানারে নাম রয়েছে অনুপম রায়, অপর্ণা সেন, বোলান গঙ্গোপাধ্যায় , চিত্রা সরকার, কৌশিক সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, রুপম ইসলাম, সুচিস্মিতা দাসগুপ্ত, সুদেষ্ণা রায়ের মতো রাজ্যের একাধিক অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা ও চিত্রপরিচালকের।

যাদবপুরের ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ বিদ্বজ্জনেদের

প্রেস বিবৃতিতে তাঁরা জানান, গতকাল কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে আসা ও তাকেই কেন্দ্র করে ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনা নিয়ে আমরা উদ্বিগ্ন। বিশেষত অগ্নিসংযোগের ঘটনা আমাদের ভীত করেছে। এবিভিপি পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে আগুন লাগানোর কথা উল্লেখ করা হয়েছে।

[যাদবপুরের হেনস্থাকারীদের 'স্বঘোষিত মাওবাদী' তকমা বাবুলের! চিহ্নিত করে দিলেন অভিযুক্তদের ][যাদবপুরের হেনস্থাকারীদের 'স্বঘোষিত মাওবাদী' তকমা বাবুলের! চিহ্নিত করে দিলেন অভিযুক্তদের ]

পাশাপাশি, উপাচার্যের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বাবুলের দুর্ব্যবহার এবং বাবুলের নিরাপত্তা রক্ষীদের হাতে পড়ুয়াদের হেনস্তা হওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া দের উদ্দেশ্যে তাদের বক্তব্য, গোটা দেশের অস্থিরতার কথা মাথায় রেখে প্রতিবাদী ছাত্রদের আরও সংযত হয়ে আচরণ করা উচিত ছিল। রাজ্যশাসনের গাছে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তারা।

উল্লেখ্য, যাদবপুরের কেপি রায় মেমোরিয়াল হলে আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপির তরফ থেকে নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বাবুল সুপ্রিয়, অগ্নিমিত্রা পালরা। প্রথমে কেন্দ্রীয় মন্ত্রীকে হলে ঢুকতেই দেওয়া হয়নি। পরে ঢুকতে পারলেও বেরিয়ে যেতে পারেননি তিনি। বাবুল সুপ্রিয়, অগ্নিমিত্রা পালদের অভিযোগ তাঁদের শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। বাবুল সুপ্রিমকে চড় মারার পাশাপাশি তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। অগ্নিমিত্রা পাল বলেন, তাঁর শাড়ি খুলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

 [ তৃণমূলের বিবৃতিতে ভুল আছে জানালেন রাজ্যপাল] [ তৃণমূলের বিবৃতিতে ভুল আছে জানালেন রাজ্যপাল]

English summary
Bengali intellectuals showns concern over Jadavpur University case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X