For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সপাটে থাপ্পড়ের পর কানমোলা খেল মমতার সরকার! তীব্র আক্রমণ দিলীপের

রাজ্য সরকার মুকুল রায় বা জয়প্রকাশ মজুমদারদের সঙ্গে আলোচনা না চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এ প্রসঙ্গে রাজ্য সরকারকে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Google Oneindia Bengali News

রাজ্য সরকার মুকুল রায় বা জয়প্রকাশ মজুমদারদের সঙ্গে আলোচনা না চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এ প্রসঙ্গে রাজ্য সরকারকে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আগেই রাজ্য সরকার হাইকোর্টে থাপ্পড় খেয়েছিল। এবার আলোচনা না চেয়ে হাইকোর্টে গিয়ে কানমোলা খেল রাজ্য সরকার।

ফন্দি আঁটছে রাজ্য সরকার

ফন্দি আঁটছে রাজ্য সরকার

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আসলে রাজ্য সরকার যেনতেন প্রকারে আমাদের রথযাত্রা আটকানোর চেষ্টা করছে। নানা ফন্দিফিকির করেও কিছু করতে পারছে না। এখন তাই আলোচনায় না বসার ফন্দি আঁটছেন। তৃণমূল ভয় পেয়ে গিয়েছে। তারই ফলশ্রুতি এইসব।

থাপ্পড়ের পর কানমোলা খেল

থাপ্পড়ের পর কানমোলা খেল

দিলীপ ঘোষ বলেন, আমরা আলোচনার জন্য তৈরি আছি। আলোচনা চাই বলে আমরা প্রতিনিধি পাঠিয়েছিলাম। আমাদের প্রতিনিধি পরিবর্তন হবে না। ওঁদের সঙ্গেই রাজ্য সরকারকে আলোচনা করতে হবে। আমেদের রথ হবেই, কেউ আমাদের আটকাতে পারবে না। আর আটকানোর চেষ্টা করলে ওইভাবেই থাপ্পড় আর কানমোলা খাবে।

হাইকোর্টে রাজ্য সরকার

হাইকোর্টে রাজ্য সরকার

টউল্লেখ্য, রাজ্য সরকার বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানায়, মুকুল রায় বা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কোনও আলোচনা নয়। কারণ ওঁদের বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে। এই মর্মেই হাইকোর্ট বিজেপির বিরুদ্ধে মামলা করা হয় বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চে।

পাল্টা তোপ হাইকোর্টের

পাল্টা তোপ হাইকোর্টের

এই মর্মে দিলীপ ঘোষ বলেন, শুধু আমরাই নয়, হাইকোর্টও রাজ্য সরকারকে ভর্ৎসনা করেছে এই মামলায়। সরকারি আইনজীবীর এই ধরনের বক্তব্য শুনে ডিভিশন বেঞ্চ পাল্টা জানায়, ডিজি, আইজির মতো প্রশানের শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধেও আদালত অবমাননার মামলা চলছে। এমন কোনও নেতা-মন্ত্রীও নেই যে যাঁর নামে মামলা নেই।

English summary
BJP state president Dilip Ghosh attacks against State government on discussion issue. State government files case in High Court that no discussion with Mukul Roy and Joy Prakash Majumder,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X