For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গান্ধী-বিহীন কংগ্রেস! আয়ু কতদিন জানালেন গান্ধী পরিবারের কাছের লোক

সভাপতি পদে রাহুল গান্ধীর ইস্তফায় বেজায় সমস্যার কংগ্রেস নেতৃত্ব। দলেরই প্রাক্তনী বর্ষীয়ান নেতা নটবর সিং বলছেন অন্য কথা। তিনি বলেছেন, গান্ধী পরিবারের কেউ না থাকলে কংগ্রেসের আয়ু মাত্র ২৪ ঘন্টা।

Google Oneindia Bengali News

সভাপতি পদে রাহুল গান্ধীর ইস্তফায় বেজায় সমস্যার কংগ্রেস নেতৃত্ব। দলেরই প্রাক্তনী বর্ষীয়ান নেতা নটবর সিং বলছেন অন্য কথা। তিনি বলেছেন, গান্ধী পরিবারের কেউ না থাকলে কংগ্রেসের আয়ু মাত্র ২৪ ঘন্টা। কংগ্রেস সভাপতি হিসেবে প্রিয়ঙ্কা গান্ধীর নাম ওঠাকে সমর্থন করেছেন তিনি।

প্রিয়ঙ্কার প্রশংসা

প্রিয়ঙ্কার প্রশংসা

প্রিয়ঙ্গা গান্ধী ভডরার শোনভদ্র সফর এবং গুলিতে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলার ঘটনাকে প্রশংসা করেছেন প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিং। পাশাপাশি তাঁর দাবি প্রিয়ঙ্কাই দলকে নেতৃত্ব দিতে পারবেন। উত্তর প্রদেশের গ্রামে গিয়ে প্রিয়ঙ্কা যা করেছেন, তা সবাই দেখেছেন। এই ঘটনাকে আশ্চর্যজনকও বলেছেন তিনি। সেখানে অবস্থান করে প্রিয়ঙ্কা যা চেয়েছেন করতে পেরেছেন, মন্তব্য করেছেন নটবর সিং।

নটবর সিং-এর প্রস্তাব গান্ধী পরিবারের বাইরে থেকে সভাপতি পদে কাউকে বসানোর যে প্রস্তাব রাহুল গান্ধী দিয়েছেন, তার পরিবর্তন করা হোক। আদ্যন্ত কংগ্রেসি হিসেবে পরিচিত নটবর সিং বলেছেন, এখন গান্দী পরিবারকেই সিদ্ধান্ত নিতে হবে, সেই পরিবার থেকে কেউ সভাপতি হবেন কিনা।

অনিল শাস্ত্রীর মতোই প্রস্তাব নটবর সিং-এর

অনিল শাস্ত্রীর মতোই প্রস্তাব নটবর সিং-এর

এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর ছেলে অনিল শাস্ত্রী বলেছিলেন, প্রিয়ঙ্কা গান্ধীকেই কংগ্রেস সভাপতি করা হোক। তিনিই ১০০ শতাংশ গ্রহণযোগ্য বলে মন্তব্য করেছিলেন অনিল শাস্ত্রী। এবার সেই কথাই বললেন নটবর সিং। তাঁর মতে গান্ধী পরিবারের বাইরে কাউকে সভাপতি করলে কংগ্রেস ২৪ ঘন্টার মধ্যে ভেঙে যাবে। তিনি আরও বলেন, ১৩৪ বছরের দলের সভাপতি না থাকাটা দুর্ভাগ্যের।

কংগ্রেসের বর্তমান অবস্থা

কংগ্রেসের বর্তমান অবস্থা

এবারের লোকসভা নির্বাচনে আমেথি থেকে পরাজয় হলেও কেরলের ওয়ানাদ থেকে জয়ী হয়েছেন রাহুল। তিনি সভাপতির দায়িত্বে ছিলেন ২০১৭ সাল থেকে। এই মুহুর্তে গোয়ায় কংগ্রেস তার পা হারিয়েছে। ১৫ বিধায়কের ১০ জন বিজেপিতে যোগ দিয়েছেন। কর্নাটকের ঘটনাও কংগ্রসকে লজ্জা দেওয়ার মতো। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৪৪ টি আসন। আর ২০১৯-এ কংগ্রেস পেয়েছে ৫২ টি আসন।

[আরও পড়ুন: মহার্ঘ ভাতা, জনসংযোগ, জয় বাংলা -- বিজেপির মোকাবিলা করতে কী না করছেন মমতা বন্দ্যোপাধ্যায়][আরও পড়ুন: মহার্ঘ ভাতা, জনসংযোগ, জয় বাংলা -- বিজেপির মোকাবিলা করতে কী না করছেন মমতা বন্দ্যোপাধ্যায়]

English summary
Natwar Singh echoed similar sentiments as Anil Shastri and said that if anyone is elected from outside the Gandhi family, the Congress will split within 24 hours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X