For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোর কলকাতায় জনজোয়ার! রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেট্রোরেল

৩৪ বছরের রেকর্ড ভিড় কলকাতা মেট্রোর। এ-বছর ষষ্ঠীর দিন এখনও পর্যন্ত সবচেয়ে বেশি যাত্রী বহন করেছে কলকাতা মেট্রো। মেট্রো রেল সূত্রের খবর, সোমবার ষষ্ঠীর দিন মেট্রো রেলের যাত্রীর সংখ্যা ছিল ৯.১১ লক্ষ।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

৩৪ বছরের রেকর্ড ভিড় কলকাতা মেট্রোর। এ-বছর ষষ্ঠীর দিন এখনও পর্যন্ত সবচেয়ে বেশি যাত্রী বহন করেছে কলকাতা মেট্রো। মেট্রো রেল সূত্রের খবর, সোমবার ষষ্ঠীর দিন মেট্রো রেলের যাত্রীর সংখ্যা ছিল ৯.১১ লক্ষ। মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানান, মেট্রোরেলের প্রথম পথ চলা শুরু করার পর থেকে ৩৪ বছরের মধ্যে এটাই যাত্রী সমাগমের সর্বসেরা রেকর্ড।

পুজোর কলকাতায় জনজোয়ার! রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেট্রোরেল

মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় আরও জানান, এর আগের রেকর্ড ছিল এ বছরেই। ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর মেট্রোয় যাত্রীসমাগম হয়েছিল ৮.৭৮ লক্ষ।
মেট্রোরেল সূত্রের খবর, গোটা শহর জুড়ে পুজো দেখার জন্য মেট্রোকেই এখন সবচেয়ে বেশি করে বেছে নিচ্ছেন মানুষজন। রাস্তার গাড়ি আর যানজট এড়াতেই মেট্রোকে বেছে নেন যাত্রীরা। ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের কথায়, মেট্রোরেল যা‌ত্রীদের জন্য টুরিস্ট গাইডও তৈরি করেছে। যাতে কোন স্টেশনে নামলে কোন পুজো দেখা যাবে তা যাত্রীরা জেনে নিতে পারছেন। এই টুরিস্ট গাইডটি স্বচ্ছন্দে পকেটের মধ্যেও ঢুকিয়ে নেওয়া যাচ্ছে। এর ফলে শতাব্দীপ্রাচীন বাগবাজারের পুজোমণ্ডপ দেখতে উৎসাহী যাঁরা, তাঁরা শোভাবাজারে নেমে যেত পারছেন। আবার এবছর ৫০ পূর্ণ করল যে মহম্মদ আলি পার্কের পুজো, তা দেখার জন্য উৎসাহীরা মহাত্মা গান্ধী রোড স্টেশন বা সেন্ট্রাল স্টেশনে নেমে যেতে পারবেন।
জানা গিয়েছে, সোমবার, ষষ্ঠীর দিনে ভিড় সামলাতে মোট ৩০০ ট্রেন চালায় কলকাতা মেট্রো। সপ্তমী, অষ্টমী ও নবমীতে ২২৪টি করে ট্রেন চালানোর কথা রয়েছে। দশমীর দিন মেট্রো চলবে বিকেল ১ টা ৪০ থেকে পরদিন ভোর ৪টে পর্যন্ত।
পুজোর ভিড় সামলাতে সমস্ত রকম ব্যবস্থা কলকাতা মেট্রোর তরফ থেকে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রতি স্টেশনে রাখা হয়েছে মেডিক্যাল টিম।

English summary
Kolkata Metro Railway breaks its previous record on passenger transport on Durga Puja Shasthi 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X