For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেমিফাইনালেই স্পষ্ট হল ২০১৯-এর ফাইনালের ফল, মমতার টুইটে মোদী হটানোর বার্তা

মোদী-ঝড় রুখে রাহুল গান্ধী ২০১৯-এর পালে হাওয়া বইয়ে দিয়েছেন। উত্তর-পূর্ব ভারতের মিজোরাম ও তেলেঙ্গানায় কংগ্রেস পর্যূদস্ত হলে, বিজেপিশাসিত তিন রাজ্যে কংগ্রেস ঢেউ আছড়ে পড়েছে।

  • |
Google Oneindia Bengali News

মোদী-ঝড় রুখে রাহুল গান্ধী ২০১৯-এর পালে হাওয়া বইয়ে দিয়েছেন। উত্তর-পূর্ব ভারতের মিজোরাম ও তেলেঙ্গানায় কংগ্রেস পর্যূদস্ত হলে, বিজেপিশাসিত তিন রাজ্যে কংগ্রেস ঢেউ আছড়ে পড়েছে। ২০১৯-এর সেমিফাইনাল যুদ্ধে বিজেপির এই পরাজয় দেখে উৎফুল্ল বিরোধী সমস্ত দলই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই কড়া প্রতিক্রিয়ায় বিদ্ধ করলেন মোদী শিবিরকে।

মানুষের রায়, মানুষের জয়

এদিন টুইট-বার্তায় মমতা জানান, ২০১৯-এর এই সেমিফাইনাল যুদ্ধে মানুষ ভোট দিয়েছেন বিজেপির বিরুদ্ধে। এটা হল মানুষের রায়। মানুষের জয়। এই রায়েই স্পষ্ট হয়ে গিয়েছে দেশের মানুষ কী চান। মানুষ যা চান তারই ইঙ্গিত দিয়েছেন পাঁচ রাজ্যের এই বিধানসভার ফলে।

গণতন্ত্রের জয়, অবিচারের বিরুদ্ধে জয়

মমতা আরও ব্যাখ্যা করেন, এই জয় গণতন্ত্রের জয়। অবিচারের বিরুদ্ধে জয়। নির্মমতার বিরুদ্ধে জয়। এই জয় প্রতিষ্ঠান ধ্বংস করার বিরুদ্ধে, তদন্তকারী সংস্থাগুলোকে অপব্যবহারের বিরুদ্ধে, সাধারণ মানুষ, কৃষক, যুবক, দলিত, তপশিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণি, সংখ্যালঘু ও উচ্চশ্রেণির জন্য কাজ না করার বিরুদ্ধে।

সেমিফাইনালই স্পষ্ট ফাইনালের ফল

টুইট করে মমতা আরও জানান, সেমিফাইনাল স্পষ্ট করল বিজেপি কোনও রাজ্যে নেই। এই সেমিফাইনালই স্পষ্ট করল ২০১৯-এর ফাইনালের ফলাফল। মানুষ ২০১৯-এর ফলাফলের ইঙ্গিত দিয়েই দিলেন। সাধারণ মানুষ সবসময় গণতন্ত্রে ম্যান অফ দ্য ম্যাচ।

এককাট্টা হয়ে লড়াই ২০১৯-এ

এককাট্টা হয়ে লড়াই ২০১৯-এ

তিনি এদিন জয়ের পর রাহুল গান্ধীকে আলাদা করে অভিনন্দন বার্তা না দিলেও, বিজেপির বিরুদ্ধে জয়ে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন বিজেপির বিরুদ্ধে সবাই এককাট্টা হয়ে লড়াই করবে ২০১৯-এ। তার স্পষ্ট ইঙ্গিত করল পাঁচ রাজ্যের বিধানসভার ফলাফল।

English summary
Mamata Banerjee gives message over twitter on 5 states Assembly election result. She says this result indicates final result of 2019,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X