For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উল্টো ছবি! ইজরায়েলের সমর্থনে মিছিল কলকাতায়

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৮ অগস্ট: প্যালেস্তাইন বা হামাস জঙ্গিদের সমর্থনে গলা ফাটাচ্ছে কলকাতা, এটা চেনা ছবি। কিন্তু খাস মহানগরের বুকে ইজরায়েলের সমর্থনে ব্যানার-পোস্টার হাতে মানুষ হাঁটছেন, এটা অবাক লাগে বৈকি! কিন্তু গত ১৬ অগস্ট অর্থাৎ শনিবার তেমন ঘটনারই সাক্ষী থাকল কলকাতা। ইহুদি রাষ্ট্রের সমর্থনে অন্তত ২০ হাজার মানুষ মিছিলে হাঁটলেন।

'হিন্দু সংহতি' শীর্ষক একটি সংগঠনের ডাকে এই জমায়েত হয়েছিল। সংগঠনের তরফে মূল উদ্যোক্তা তপন ঘোষ বলেন, "হিন্দু সংহতি সমিতি একটি অরাজনীতিক সংগঠন। আমরা মনে করি ইজরায়েল আমাদের ভালো বন্ধু। যখন প্যালেস্তাইনের জঙ্গিরা নিরীহ ইজরায়েলিদের ওপর রকেট মারে, শিশুদের অপহরণ করে খুন করে, কোথায় থাকে তথাকথিত জাগ্রত বিবেক? ইজরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। ওরা সেটাই করছে। অথচ গাজায় যুদ্ধের জন্য একতরফাভাবে ইজরায়েলকেই দায়ী করা হচ্ছে। এটা ঠিক নয়। ইজরায়েল আর ভারতের ভাগ্য এক সুতোয় বাঁধা। দু'টিই বিকশিত গণতন্ত্র। আমরা একই মূল্যবোধে বিশ্বাস করি। ভারত ও ইজরায়েল, দু'টি দেশকেই ঘিরে রয়েছে ক্ষতিকর পড়শিরা। এরা সব সময় গোলমাল পাকানোর সুযোগ খোঁজে।"

তপনবাবু জানান, ইজরায়েলকে সমর্থনের পাশাপাশি গোপাল মুখোপাধ্যায়ের স্মৃতিতেও এই মিছিলের আয়োজন করা হয়েছিল। ১৯৪৬ সালে কলকাতায় দাঙ্গার সময় অনেক বিপন্ন মানুষকে রক্ষা করেছিলেন গোপাল মুখোপাধ্যায়।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Thousands of Indians rally in support of <a href="https://twitter.com/hashtag/Israel?src=hash">#Israel</a> and <a href="https://twitter.com/hashtag/Yezidi?src=hash">#Yezidi</a> Kurds, in <a href="https://twitter.com/hashtag/Kolkata?src=hash">#Kolkata</a> City yesterday. <a href="https://twitter.com/hashtag/indiawithisrael?src=hash">#indiawithisrael</a> <a href="http://t.co/NKmWR7eptU">pic.twitter.com/NKmWR7eptU</a></p>— Indians for Israel (@Indians4Israel) <a href="https://twitter.com/Indians4Israel/statuses/500910478596800512">August 17, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

শনিবার দুপুর একটায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয় মিছিল। বিভিন্ন রাস্তা ঘুরে রাণী রাসমণি রোডে গিয়ে তা শেষ হয়। সেখানে বিভিন্ন বক্তা ভাষণ দেন। রাজ্য সরকার মুসলিম তোষণ করছে, এই অভিযোগ তোলা হয়। মিছিলের প্ল্যাকার্ডগুলিতে লেখা ছিল, 'হিন্দু আর ইহুদিদের বেঁচে থাকার অধিকার রয়েছে', 'হিন্দু আর ইহুদিরা আতঙ্কবাদের বিরুদ্ধে একজোট' ইত্যাদি। মিছিলে পা মেলান শিখ ও বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষরা। বাংলাদেশ থেকে একদল বৌদ্ধ এসেছিলেন মিছিলে যোগ দিতে। তাঁরা অভিযোগ করেন, মৌলবাদীদের অত্যাচারে বাংলাদেশে সংখ্যালঘুরা তটস্থ থাকেন। সব সময় মান-প্রাণের ঝুঁকি নিয়ে থাকতে হয়।

এদিকে, কলকাতার এই মিছিল নিয়ে উচ্ছ্বসিত ইজরায়েলি মিডিয়া। 'দ্য টাইমস অফ ইজরায়েল' ফলাও করে ছেপেছে এই খবর। ছবি-সহ শিরোনাম দেওয়া হয়েছে, '২০০০০ মার্চ ইন কলকাতা ইন শো অফ সাপোর্ট ফর ইজরায়েল'।

English summary
Rally in Kolkata in support of Israel, 20k protesters take part
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X