For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের ৪২-এ ৪২-এর মিশনকে সমর্থন, মোদী হটাতে রাজ্যে প্রার্থী দেবে না সপা

লক্ষ্য একটাই। কেন্দ্রের মসনদ থেকে হঠাতে হবে নরেন্দ্র মোদীর সরকারকে। আর সেই উদ্দেশ্য চরিতার্থ করতে রাজ্যে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিল সমাজবাদী পার্টি।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

লক্ষ্য একটাই। কেন্দ্রের মসনদ থেকে হঠাতে হবে নরেন্দ্র মোদীর সরকারকে। আর সেই উদ্দেশ্য চরিতার্থ করতে রাজ্যে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিল সমাজবাদী পার্টি। সোমবার কলকাতা প্রেস ক্লাবে সমাজবাদী পার্টির সর্বভারতীয় সহ সভাপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তনমন্ত্রী কিরণময় নন্দ জানান, আসন্ন লোকসভা নির্বাচনে তাঁরা তৃণমূলকে সমর্থন করবে।

তৃণমূলের ৪২-এ ৪২-এর মিশনকে সমর্থন, মোদী হটাতে রাজ্যে প্রার্থী দেবে না সপা

সমাজবাদী পার্টি মনে করে, এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন বিজেপিকে প্রতিহত করতে। তিনি যে স্লোগান তুলেছেন ৪২-এ ৪২, তা করে দেখানোর ক্ষমতা রাখেন বাংলার মুখ্যমন্ত্রী। আর তাঁর এই মিশন ২০১৯-এ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। আমরা মনে করি, আমাদের ক্ষুদ্র শক্তি তাঁর সঙ্গে যুক্ত হলে, সেই কাজ ত্বরাণ্বিত হবে।

[আরও পড়ুন: মোবাইল ট্যাপিংয়ের অভিযোগ বিজেপি প্রার্থী ভারতীর, কমিশনে দায়ের অভিযোগ ][আরও পড়ুন: মোবাইল ট্যাপিংয়ের অভিযোগ বিজেপি প্রার্থী ভারতীর, কমিশনে দায়ের অভিযোগ ]

তৃণমূলের উদ্দেশ্য, বিজেপিকে ক্ষমতা চ্যুত করা। তা সহজ করতেই তৃণমূলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে তাঁরা প্রস্তুত। সমাজবাদী পার্টির মনে করে, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ থেকে বিরোধীরা ভালো ফল করলে বিজেপির পক্ষে আর ক্ষমতায় ফেরা সম্ভব হবে না।

[আরও পড়ুন: তৃণমূলের ১০০ বিধায়ক দাঁড়িয়ে বিজেপির লাইনে! মুকুলের তালিকা নিয়ে আসরে অর্জুন][আরও পড়ুন: তৃণমূলের ১০০ বিধায়ক দাঁড়িয়ে বিজেপির লাইনে! মুকুলের তালিকা নিয়ে আসরে অর্জুন]

সর্বভারতীয় সমাজবাদী নেতা কিরণময় নন্দের দাবি, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও মায়াবতীর বহুজন সমাজ পার্টির জোট ৫৫ থেকে ৬০-এর বেশি আসন দখল করবে। আর এ রাজ্যে তৃণমূল কংগ্রেস ৪২-এ ৪২ পেলেই বিজেপি শেষ হয়ে যাবে। সেই কারণেই পশ্চিমবঙ্গে তৃণমূলকে সমর্থন সমাজবাদী পার্টির। তাঁরা মনে করেন, বিহারেও এবার ধাক্কা খাবে বিজেপি।

English summary
Samajwadi Party decides not to give candidate in West Bengal for Lok Sabha. SP supports TMC’s 42 out of 42 slogan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X