For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজীব-অনুজরা পুনর্বহাল হলেন স্বপদে, কমিশনের আচরণবিধি উঠতেই সক্রিয় রাজ্য

লোকসভা নির্বাচনের জন্য আদর্শ আচরণ বিধি উঠতেই পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করল রাজ্য। রাজীব কুমার থেকে শুরু করে অনুজ শর্মা, জ্ঞানবন্ত সিংদের ফিরিয়ে নেওয়া হল স্বপদে। গত ১০ মার্চ নির্বাচন কমিশন নির্বাচনী

Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের জন্য আদর্শ আচরণ বিধি উঠতেই পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করল রাজ্য। রাজীব কুমার থেকে শুরু করে অনুজ শর্মা, জ্ঞানবন্ত সিংদের ফিরিয়ে নেওয়া হল স্বপদে। গত ১০ মার্চ নির্বাচন কমিশন নির্বাচনী বিধি আরোপ করেছিল। সেই আচরণবিধি তুলে নেওয়া হয় রবিবার। তারপরই স্বপদে পুনর্বহাল করা হয় রাজীব কুমারদের।

রাজীব-অনুজরা পুনর্বহাল হলেন স্বপদে, সক্রিয় রাজ্য

রাজ্য প্রশাসন এদিন সিআইডির এডিজি পদে পুনর্বহাল করেন রাজীব কুমারকে। তেমনই নির্বাচন কমিশন নির্দেশে অপসারিত অধিকাংশ পুলিশ কর্তাদের একই পদে বহাল করা হয়। কলকাতার পুলিশ কমিশনার পদে ফেরেন অনুজ শর্মমা। বিধাননগর পুলিশ কমিশনারের পদে ফিরিয়ে দেওয়া হয়েছে জ্ঞানবন্ত সিংকে।

রাজ্য সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করে অপসারিত পুলিস কর্তাদের ফিরিয়ে আনে পুরনো পদে। রাজীব কুমার ফেব্রুয়ারি মাস পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনার ছিলেন। তাঁকে এডিজি সিআইডি কের অনুজ শর্মাকে পুলিশ কমিশনার করে আনেন মমতা বন্যোর পাধ্যায়। এরপর লোকসভার শেষ দফা নির্বাচনের আগে রাজীব কুমারকে স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হয়।

নির্বাচন কমিশনারের নির্দেশে এতদিন কলকাতা পুলিশ কমিশনার ছিলেন রাজেশ কুমার। বিধাননগরের পুলিশ কমিশনার করা হয় এন রমেশবাবুকে। এই দুইজনকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে ফের অনুজ শর্মা ও জ্ঞানবন্ত সিংকে পুলিশ কমিশনার করা হয়।

একইসঙ্গে অপসারিত হওয়া জেলা পুলিশ সুপার ও এসডিপিওদেরও স্বপদে বহাল করা হয়। কোচবিহার ও বীরভূমের এসপি করা হয় যথাক্রমে অভিষেক গুপ্তা ও শ্যাম সিংকে। বারাকপুরের সিপি হন দেবেন্দ্রপ্রসাদ সিং। ডায়মন্ডহারবারে এসডিপিও মিতুন দে-কেও পুনর্বহাল করা হয়। একইভাবে বারাকপুরের পুলিশ কমিশনার সুনীলকুমার চৌধুরী ও কোচবিহারের পুলিশ সুপার অমিত কুমার সিংকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে।

এদিন পুরনো পদে ফিরে আসার পরই রাজীব কুমারের অস্বস্তি বাড়ে। সুপ্রিম কোর্টের দেওয়া সাতদিনের রক্ষাকবচ সরতেই রাজীবকে নোটিশ পাঠায় সিবিআই। তাঁকে আইনি সহায়তার জন্য সাত দিন সময় দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু রাজ্যে আইনজীবীদের কর্মবিরতি চলায় আগাম জামিনের আবেদন করতে ব্যর্থ হন রাজীব। তারপরই সিবিআই নোটিশ জারি করে সোমবার হাজিরার জন্য।

English summary
States executes Rajiv Kumar and Anuj Sharma and others after withdraw code of conduct. Police officials re-employed in their posts.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X