For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্ত্রীর ব্যাগ পরীক্ষা বিতর্ক! বাবুলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিষেক

কলকাতা বিমানবন্দরে কাস্টমসের অধীনে স্ত্রীর ব্যাগ পরীক্ষা বিতর্কে এবার বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়-র বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগদায়ের করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা বিমানবন্দরে কাস্টমসের অধীনে স্ত্রীর ব্যাগ পরীক্ষা বিতর্কে এবার বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়-র বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আইনজীবী মারফত এই অভিযোগ জানিয়েছেন বলে জানা গিয়েছে।

নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ

নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ

এই ঘটনায় বাবুল সুপ্রিয় যে মন্তব্য করেছেন তাতে নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে বলে অভিযোগ করেছেন অভিষেক। সেই কারণে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছেন অভিষেক।

অভিষেকের দাবি

অভিষেকের দাবি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিমানবন্দরে তাঁর স্ত্রীকে আটকে হেনস্থা করা হয়েছে। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী বলেও এই হেনস্থা বলে অভিযোগ। নোংরা রাজনীতির শিকার বলেও অভিযোগ করেছেন অভিষেক। বিষয়টি বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের অপপ্রচার বলে অভিযোগ করেছেন তিনি। অভিষেক বলেন, ওরা কখনও বলছে ২ কেজি সোনা, কখনও বলচে ৭০ লক্ষ টাকা, আবার কথনও বলচে ৫০ হাজার ডলার পাওয়া দিয়েছে।

বাবুল সুপ্রিয়-র মন্তব্য

বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে দমদম বিমানবন্দরে সোনা সমেত আটক করা হয়েছে টুইট করেছিলেন বাবুল। সূত্রের খবর অনুযায়ী, তিনি বলেছিলেন বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে সবাই পাওয়া গিয়েছে। এরপরই তৃণমূলের তরফ থেকে বলা কুৎসা করছে বিজেপি। এবার বাবুলের বিরুদ্ধে নির্বাচনে কমিশনে অভিযোগ দায়ের করা হল।

English summary
TMC's Abhishek Banerjee filed allegation against BJP's Babul Supriya in Election Commission
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X