For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজীবকে না পেয়ে স্ত্রী সঞ্চিতাকে জেরা! আদালতের রায়ের পর রাজ্যে সক্রিয় সিবিআই

রাজীব কুমারের খোঁজে এবার তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু কর সিবিআই। বৃহস্পতিবার রাজবী কুমারের পার্কস্ট্রিটের বাড়িতে নোটিশ দিয়ে এসেছিলেন সিবিআইয়ের আধিকারিকরা।

  • |
Google Oneindia Bengali News

রাজীব কুমারের খোঁজে এবার তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু কর সিবিআই। বৃহস্পতিবার রাজবী কুমারের পার্কস্ট্রিটের বাড়িতে নোটিশ দিয়ে এসেছিলেন সিবিআইয়ের আধিকারিকরা। ১৬০ সিআরপিসিতে হাজিরার নির্দেশ দেওয়ার পর রাজীব কুমার বেপাত্তা থেকেছেন। তাই শুক্রবার সকালে শহরের ছ-টি জায়াগায় তল্লাশি শুরু হয়। এবং রাজীব কুমারের স্ত্রীকেও জেরা করে।

রাজীবকে না পেয়ে স্ত্রী সঞ্চিতাকে জেরা! আদালতের রায়ের পর রাজ্যে সক্রিয় সিবিআই

বিশেষ সূত্রে জানা গিয়েছে, একজন ডিএসপি পদমর্যাদার মহিলা অফিসার রাজীবের স্ত্রী সঞ্চিতা কুমারকে জিজ্ঞাসাবাদ করছেন। মূলত তাঁর কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে তিনি কোথায় আছেন, ছুটিতে আছেন তো কোথায় গিয়েছেন? এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত নিস্তার নেই রাজীবের।

তবে কি রাজীব আত্মগোপন করে আছেন? সেই আশঙ্কা করে কলকাতা-সহ জেলার মোট ছ-টি জায়গায় চিরুণি তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, শান্তিনিকেতন ও রায়চকের একটি রিসর্টে তল্লাশি চালানো হয়েছে এদিন। তার আগে বৃহস্পতিবার রাতে তল্লাশি চালানো হয়। দুই সরকারি গেস্ট হাউস এবং কলকাতা ও বিষ্ণুপুরের একটি গেস্ট হাউসেও।

বৃহস্পতিবার আলিপুর আদালত জানিয়ে দেয়, পরোয়ানা ছাড়াই গ্রেফতার করা যাবে রাজীব কুমারকে নিজের ক্ষমতাবলেই এই কাজ করতে পারে সিবিআই। তারপরই রাজীবের গ্রেফতারি নিয়ে তৎপরতা শুরু করে দেয় সিবিআই। এদিকে রাজীব কুমার আলিপুর জজ কোর্টে আগাম জামিনের মামলা রুজু করেন। এদিকে রাজীবকে না পেয়ে তাঁর স্ত্রীকে জেরা করতে শুরু করে সিবিআই।

English summary
CBI starts questioning to Rajeev Kumar’s wife to trace Rajeev in Saradha scam. Alipur court informs CBI has right to arrest in own power,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X