For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজীবের বিরুদ্ধে হাতিয়ার দেবযানী! সারদার নথিসংক্রান্ত চাঞ্চল্যকর বয়ান সিবিআইয়ের হাতে

রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই হাতিয়ার করছে সারদা-কাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়কে। সারদাকাণ্ডে পুনরায় দেবযানীকে জিজ্ঞাসাবাদ করে রাজীবের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করছে সিবিআই।

  • |
Google Oneindia Bengali News

রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই হাতিয়ার করছে সারদা-কাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়কে। সারদাকাণ্ডে পুনরায় দেবযানীকে জিজ্ঞাসাবাদ করে রাজীবের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করছে সিবিআই। এই জেরার মুখেই সিবিআইকে দেবযানী জানিয়েছেন, তিনি ট্রাঙ্কভর্তি নথিপত্র তুলে দিয়েছিলেন রাজীব কুমারের হাতে।

রাজীবের বিরুদ্ধে হাতিয়ার দেবযানী! অপেক্ষায় সিবিআই

এদিকে সিবিআই আদালতে আবেদন জানিয়েছে, তারা দেবযানীর পর সুদীপ্ত সেনের বয়ান নিতে চায়। এই আবেদন থেকেই স্পষ্ট, রাজীবের বিরুদ্ধে তাঁরা তথ্য সংগ্রহ করছে। ইতিমধ্যেই দেবযানীকে তারা জিজ্ঞাসাবাদ করেছে। তিনি জানিয়েছেন, আমি বিধাননগর পুলিশকে জানিয়েছিলাম, মিডল্যান্ড পার্কের অফিসে সারদা রিয়েলিটি ও মিডিয়া সংক্রান্ত নথি আছে। সেই নথি পুলিশের হাতে তুলে দেওয়ার কথা জানান তিনি।

তাঁর অভিযোগ, পুলিশ প্রথমে আমাকে নিয়ে যায়নি, পরে সেখানে নিয়ে গিয়েছিল। সেখানে গিয়ে আমি দেখতে পাই বহু জিনিস ভেঙে পড়ে রয়েছে। অফিসের সব কাচ ভাঙা। বহু কম্পিউটারও উধাও। সেখান থেকে বহু নথি উধাও হয়ে গিয়েছে। অফিস থেকে সব ট্রাঙ্কও নিয়ে চলে গিয়েছিল। নীচের ঘরে আর যে সমস্ত নথি ছিল, সেগুলো বাছাই করে দিয়েছিলাম আমি। ট্রাঙ্কে করে সেই নথি নিয়ে গিয়েছিল পুলিশ।

দেবযানী বলেন, পরে আরও নথি ল্যাপটলপে ভরে দিয়েছিলাম আমি। একটা ট্র্যাঙ্কে মিডিয়া সংক্রান্ত নথি ছিল, আরেকটি ট্রাঙ্কে ছিল জমি সংক্রান্ত নথি। সব নথি ২৩ দিন ধরে শর্টলিস্ট করে রাজীব কুমারকে দিয়েছিলাম। দুটি ট্রাঙ্ক ভরে পুলিস তা নিয়ে গিয়েছিল। সারদার গাড়ি সংক্রান্ত নথিও পেন ড্রাইভে ভরে আমি দিয়েছিলাম পুলিশকে।

দেবযানীর এই বয়ানকে রাজীবের বিরুদ্ধে মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে সিবিআই। প্রসঙ্গত উল্লেখ্য, রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই তথ্যপ্রমাণ লোপাটেরই অভিযোগ এনেছে। আর এই অভিযোগকে মান্যতা দিচ্ছে দেবযানীর বয়ান। সেই অস্ত্র নিয়ে রাজীবের বিরুদ্ধে ঝাঁপাচ্ছে সিবিআই।

English summary
CBI uses Debjani Mukharjee’s confession against Rajeev Kumar in Saradha scam. CBI will question Sudipta Sen to get information about Rajeev Kumar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X