For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খড়্গপুর বিধানসভা উপ-নির্বাচনে কংগ্রেসকে সমর্থন সিপিএমের

খড়্গপুর বিধানসভা উপ-নির্বাচনে কংগ্রেসকে সমর্থন করবে সিপিএম তথা বামফ্রন্ট।

  • |
Google Oneindia Bengali News

খড়্গপুর বিধানসভা উপ-নির্বাচনে কংগ্রেসকে সমর্থন করবে সিপিএম তথা বামফ্রন্ট। শুধু সমর্থন করা নয়, একেবারে সামনে থেকে কংগ্রেস প্রার্থীকে জেতাতে প্রচার ও কাজ করবে সিপিএম। শুক্রবার এই কথা জানিয়েছেন সিপিএম দলের পশ্চিম মেদিনীপুরের জেলার সম্পাদক তরুণ রায়। সিপিএমের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জেলা কংগ্রেস।

খড়্গপুর বিধানসভা উপ-নির্বাচনে কংগ্রেসকে সমর্থন সিপিএমের

আগামী ২৪ সেপ্টম্বর মেদিনীপুর শহরে একটি সমাবেশ করবে সিপিএম। ২০১১ সালের পর এটাই মেদিনীপুর শহরে সমাবেশ করবে সিপিএম। সেই সমাবেশে বক্তব্য রাখার কথা আছে সিপিএম দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের। তার আগেই খড়্গপুর বিধানসভা উপনির্বাচনে তাদের অবস্থান কী হবে তা জানিয়ে দিলেন সিপিএম দলের পশ্চিম মেদিনীপুরের জেলার সম্পাদক।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছিলেন খড়্গপুর বিধানসভার বিধায়ক । সাংসদ হওয়ার পর বিধানসভা থেকে পদত্যাগ করেছেন তিনি । ফলে এই কেন্দ্রে নির্বাচন হবে।

তবে এই উপ নির্বাচন কবে হবে তা এখনো ঠিক হয়নি। তেমনই প্রার্থী কে হবে তা জানায়নি কংগ্রেস। তবে এই কেন্দ্রে তারাই যে প্রার্থী দেবে সেটা নিশ্চিত । সিপিএম জানিয়েছে যে তারা পূর্ণ সমর্থন করবে কংগ্রেসকে। পশ্চিম মেদিনীপুরের জেলার কংগ্রেস নেতা অনিল শিকারিয়া সিপিএমের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তার দাবি এই বার এই কেন্দ্রে আর বিজেপি কে সমর্থন করবে না খড়্গপুরের মানুষ। তৃণমূলের অপশাসন থেকে মুক্তি পেতে মানুষ কংগ্রেসকে সমর্থন করবে। আর সিপিএম সমর্থন জানালে কংগ্রেসের জেতা নিশ্চিত।

যদিও খড়্গপুরের তৃণমূল কংগ্রেসের নেতা রবিশংকর পান্ডে বলছেন যে বিজেপিকে ভোট দিয়ে কী ভুল করেছেন এলাকার মানুষ তা এখন তারা বুঝতে পারছেন । তাই উন্নয়নের জন্য তারা জেতাবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে।

[হিন্দু অনুপ্রবেশকারী স্থান পাবে ভারতে, দেবশ্রী চৌধুরী ফের বিতর্ক উসকে দিলেন][হিন্দু অনুপ্রবেশকারী স্থান পাবে ভারতে, দেবশ্রী চৌধুরী ফের বিতর্ক উসকে দিলেন]

আর বিজেপি নেতা প্রেমচাদ ঝা বলেন, বিধানসভা নির্বাচনের চেয়ে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে অনেক বেশি ভোট পেয়েছে বিজেপি আর এইবারেও সেই ধারা বজায় থাকবে।

[ গ্রামে থেকেই এখন সমস্ত রকম সুবিধা পাবেন গ্রামের মানুষ][ গ্রামে থেকেই এখন সমস্ত রকম সুবিধা পাবেন গ্রামের মানুষ]

English summary
CPM to support Congress in Kharagpur assembly bypoll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X