For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধুনুচি নাচে পুরুষদের টেক্কা মহিলাদের, জমজমাট নবমীর রাতের আসর

কথায় বলে যে রাধে চুলও বাঁধে... শুধুমাত্র রান্না আর চুল বাঁধায় বঙ্গনারী সীমাবদ্ধ নেই। আজ ধুনুচি নাচে পুরুষের টেক্কা দিচ্ছে বঙ্গের নারীরা। পুজোর সব কাজে তো বটেও নাচেও নারীরা টেক্কা দিচ্ছে সকলকে।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

কথায় বলে যে রাধে চুলও বাঁধে... শুধুমাত্র রান্না আর চুল বাঁধায় বঙ্গনারী সীমাবদ্ধ নেই। আজ ধুনুচি নাচে পুরুষের টেক্কা দিচ্ছে বঙ্গের নারীরা। পুজোর সব কাজে তো বটেও নাচেও নারীরা টেক্কা দিচ্ছে সকলকে।

ধুনুচি নাচে পুরুষদের টেক্কা মহিলাদের

লাল পাড় সাদা শাড়ি, এক কপাল সিঁদুর আর দুর্গা প্রতিমার মুখ ব্যাস গ্লোবাল বাঙালি সম্পূর্ণ। এর মাঝখানে যা রয়েছে তা বাঙালির ছোট ছোট বিশেষত্ব। শাঁখ বাজানো, আলপনা দেওয়া, আর এখন সব কিছুকে ছাপিয়ে গিয়েছে তা হল বাঙালির মন মাতানো ধুনুচি নাচ।

এবার পুজোয় থিমের লড়াইয়ে না গিয়ে মধ্যবিত্ত পুজো কমিটিগুলো দর্শনার্থী টানতে জোড় দিয়েছে ঢাকের তালের সঙ্গে ধুনুচি নাচে। যা এক সময় প্রায় হারিয়ে যেতে বসেছিল।

এবার সেই মধ্যবিত্ত পুজোগুলোর দেখাদেখি চিরাচরিত প্রথা মেনে পুজো নবমীর সেই ধুনুচি নাচ দেখা গেল শোভাবাজার রাজবাড়িতে, একডালিয়াতে থেকে শুরু করে কলকাতা বিগ বিগ পুজোগুলোতেও।

English summary
Dhunuchi dance on Navami nights on Durga Puja : Women overshadowed mens
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X