For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গঙ্গারামপুর পুরসভার অনাস্থা বৈঠক বাতিল, হাইকোর্টের নির্দেশে ব্যাকফুটে তৃণমূল

গঙ্গারামপুর পুরসভায় মঙ্গলবারের অনাস্থা বৈঠক বাতিল ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় অনাস্থা ভোটে স্থগিতাদেশ জারি করেন।

Google Oneindia Bengali News

গঙ্গারামপুর পুরসভায় মঙ্গলবারের অনাস্থা বৈঠক বাতিল ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় অনাস্থা ভোটে স্থগিতাদেশ জারি করেন। ৫ আগস্ট অনাস্থা বৈঠক হবে বলে ঘোষণা করেন তিনি। একইসঙ্গে তিনি নির্দেশ দেন, ১৮ জন কাউন্সিলরকে পুলিশি নিরাপত্তা দিতে হবে।

গঙ্গারামপুর পুরসভার অনাস্থা বৈঠক বাতিল, হাইকোর্টের নির্দেশে ব্যাকফুটে তৃণমূল

দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্রের বিজেপিতে যোগদান পর থেকেই অস্থিরতা শুরু হয়। লোকসভা নির্বাচনে বালুরঘাটে তৃণমূলের হারের পর বিপ্লব মিত্রকে পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। বালুরঘাটের পরাজিত প্রার্থী অর্পিতা ঘোষকে জেলা সভাপতি করা হয়। তারপরই বিল্পব মিত্র দল ছাড়ার সিদ্ধান্ত নেন। এবং বিজেপিতে যোগ দেন।

বিপ্লববাবুর ভাই প্রশান্ত মিত্র গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান। বিল্পববাবু দলবদল করে বিজেপিতে যোগ দেওয়ার পরই তাঁর ভাইকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপরই আড়াআড়ি ভেঙে যায় তৃণমূল কংগ্রেস। ১৮ ওয়ার্ডের গঙ্গারামপুর পুরসভার ৮ জন কাউন্সিলর প্রশান্ত মিত্রের পক্ষ নেন। বাকি ১০ জন কাউন্সিলর প্রশান্ত মিত্রের বিরুদ্ধে অনাস্থা আনেন।

২৩ জুলাই এই অনাস্থা বৈঠক হওয়ার কথা ছিল। তার আগে বাকি ১০ কাউন্সিলররা আনা অনাস্থার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন প্রশান্তবাবুরা। সেই মামলার রায়ে বিচারপতি ২৩ জুলাই অনাস্থা বৈঠক অবৈধ ও বাতিল ঘোষণা করেন। এই অনাস্থা বৈঠক হবে ৫ অগাস্ট। সেদিন পুরসভার ১৮ জন কাউন্সিলরকে পুলিশি নিরাপত্তা দিতে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়।

English summary
High court orders no trust motion in Gangarampur municipality of South Dinajpur. HC decides no trust meeting on 5 August
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X