For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাতীয় ছুটি হবে নেতাজি-স্বামীজির জন্মদিন! মোদীকে চিঠিতে কী আর্জি মমতার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, দুই মনীষীর জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করতে হবে।

  • |
Google Oneindia Bengali News

ভারতের দুই মহামানব স্বামীজি ও নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার দাবিতে কেন্দ্রকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজেই টুইট করে জানিয়েছেন সে কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, দুই মনীষীর জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করতে হবে। এদিন ১২ জানুয়ারি ও ২৩ জানুয়ারি দু'দিন জাতীয় ছুটি ঘোষণার দাবি উঠে পড়ল ফের।

জাতীয় ছুটি নিয়ে মোদীকে লেখা চিঠিতে কী আর্জি মমতার

এই দাবি আজ নয়, দীর্ঘদিন ধরে উঠে আসছে। নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের জন্মদিনকে জাতীয় ছুটির দাবি ছাড়াও দুই মনীষীর জন্মদিনকে যথাক্রমে দেশপ্রেম দিবস ও জাতীয় যুব দিবসের দাবি জানিয়ে আসা হচ্ছিল। এর মধ্যে স্বামীজির জন্মদিনকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র। কিন্তু নেতাজির জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করা হয়নি।

সেইসঙ্গে দুই মনীষীর জন্মদিনকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করেনি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এবার সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন।নেতাজির জন্মদিন আর মাত্র তিনদিন দূরে। তার আগে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি উত্থাপন করার পর কেন্দ্রের সরকার কী অবস্থান নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, দুই মনীষীই জাতীয় ও আন্তর্জাতিক আইকন। তাই এই দুই মনীষীর জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা উচিত। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি লেখেছেন বলে জানান মমতা। তিনি লেখেন, গোটা দেশজুড়ে নেতাজি ও স্বামীজির জন্মদিন ঘটা করে পালন করা হয় ঠিকই, কিন্তু কেন্দ্রীয় সরকারের ছুটির তালিকায় নেই তাঁদের জন্মদিন দুটি। জাতীয় ছুটি হিসেবে তাই এখনই গণ্য হওয়া দরকার।

English summary
Chief Minister Mamata Banerjee has written a letter to Narendra Modi. Mamata has demanded Swami Vivekananda and Netaji Subhaschandra bose’s birthday as national holiday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X