For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের বহিষ্কৃত বিধায়কের বিজেপিতে যোগদান সময়ের অপেক্ষা, মুকুল দিলেন মস্ত চাল

মুকুল রায় একা কাঁধেই বঙ্গ বিজেপির মোড় ঘুরিয়ে দিয়েছেন। লোকসভা ভোটের পর বঙ্গে প্রবল গেরুয়া ঝড় উঠেছে। সেই ঝড় অনেককে ভাসিয়ে নিয়ে যাবে।

Google Oneindia Bengali News

মুকুল রায় একা কাঁধেই বঙ্গ বিজেপির মোড় ঘুরিয়ে দিয়েছেন। লোকসভা ভোটের পর বঙ্গে প্রবল গেরুয়া ঝড় উঠেছে। সেই ঝড় অনেককে ভাসিয়ে নিয়ে যাবে। সেই প্রভাব কাজ করতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই মুকুল-পুত্রের বিজেপি গমনের দিনক্ষণ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। মুকুল রায় সাফ জানিয়ে দিয়েছেন, খুব শীঘ্রই আসছে সেদিন।

শুভ্রাংশুর দলবদল-বার্তা

শুভ্রাংশুর দলবদল-বার্তা

এই হুঙ্কারেই ক্ষান্ত নন বিজেপি নেতা মুকুল রায়। তিনি জানিয়ে দিয়েছেন, শুভ্রাংশু তো যে কোনওদিন আসতে পারে। বারাকপুর থেকে শুরু করে ভাটপাড়া, বীজপুর, হালিশহর- কোথাও তৃণমূলের নাম-নিশান থাকবে না। শুধু পার্টি অফিসই নয়, কোনও ক্লাবও আর থাকবে না তৃণমূলের।

রং বদলাচ্ছে বীজপুর

রং বদলাচ্ছে বীজপুর

বারাকপুরে বিজেপির জয়ের পর শুভ্রাংশু পাল্টি খেতেই বীজপুর থেকে হালিশহর, পার্টি অফিসের রঙ বদলাতে শুরু করেছে। নীল-সাদা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হয়ে গিয়েছে গেরুয়া। সমস্ত তৃণমূল কংগ্রেস পার্টি অফিস দখল হয়ে গিয়েছে। ক্লাবগুলি তৃণমূল প্রভাব-মুক্ত হতে শুরু করে দিয়েছে।

দলে দলে বিজেপিতে

দলে দলে বিজেপিতে

এই অবস্থায় মুকুল রায় বললেন, এবার এলাকার সমস্ত পুরসভার দখল নেবে বিজেপি। তৃণমূল কাউন্সিলররা দলে দলে যোগ দেবে পদ্ম শিবিরে। খুব শীঘ্রই তৃণমূলের পতন শুরু হবে। উত্তর ২৪ পরগনার এই অংশে তৃণমূল বলে কিছু থাকবে না। গোটা এলাকা বিজেপি হয়ে যাবে।

[আরও পড়ুন:৪ তৃণমূল বিধায়কের ফোন! শর্ত দিলেন মুকুল রায়][আরও পড়ুন:৪ তৃণমূল বিধায়কের ফোন! শর্ত দিলেন মুকুল রায়]

মুকুল-দোসর অর্জুন

মুকুল-দোসর অর্জুন

মুকুল রায় একাই এতদিন তলে তলে বিজেপির সংগঠন বাড়ানোর কাজ করছিলেন। বারাকপুর থেকে অর্জুন সিং জেতার পর সেই পালে হাওয়া লেগেছে। অর্জুন সিংও জানিয়েছেন, তার এলাকায় তৃণমূলের পতাকা ধরার লোক থাকবে না। তাঁরা ভাটপাড়া ও হালিশহর পুরসভার দখল খুব শীঘ্রই নেবেন বলে জানিয়েছেন অর্জুন সিং।

[আরও পড়ুন: উত্তরবঙ্গে খারাপ ফলের জের! সরকারি পদ খোয়ালেন এই গুরুত্বপূর্ণ দুই নেতা][আরও পড়ুন: উত্তরবঙ্গে খারাপ ফলের জের! সরকারি পদ খোয়ালেন এই গুরুত্বপূর্ণ দুই নেতা]

English summary
Mukul Roy gives message to change party of TMC’s suspended MLA Shubhrangshu. He says councilors are ready to leave Trinamool Congress and join in BJP,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X