For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার ৬০ বিধায়কের দিকে নজর বিজেপির! বড়সড় ভাঙনের মুখে তৃণমূল, জল্পনা তুঙ্গে

২০১৯-এ বিজেপি ফিনিশ করার লক্ষ্য নিয়ে ভোট ময়দানে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা তো হলই না, উল্টে বাংলার বুকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গেলেন তৃণমূল নেত্রী স্বয়ং।

Google Oneindia Bengali News

২০১৯-এ বিজেপি ফিনিশ করার লক্ষ্য নিয়ে ভোট ময়দানে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা তো হলই না, উল্টে বাংলার বুকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গেলেন তৃণমূল নেত্রী স্বয়ং। শুধু বিজেপির মহাউত্থানে ১৮ আসন হাতছাড়া হওয়াই নয়, লোকসভা ভোটের নিরিখে ১২৯ বিধানসভায় পিছিয়ে রয়েছে তৃণমূল। এই অবস্থায় তৃণমূলের আশঙ্কা, দল ছাড়ার হিড়িক পড়তে পারে।

৪০ থেকে ১০০ জনকে টার্গেট

৪০ থেকে ১০০ জনকে টার্গেট

ভোটের আগে থেকেই তৃণমূলের বিধায়ক-সাংসদের ভাঙিয়ে আনার হুঙ্কার ছাড়ছিলেন দিলীপ ঘোষ অর্জুন সিং থেকে শুরু করে নরেন্দ্র মোদীরা। তৃণমূলের ৪০ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানিয়েছিলেন খোদ মোদী। তারপর দিলীপ ঘোষ-অর্জুন সিংরা জানান, ১০০ জন বিধায়ক রয়েছেন লাইনে।

২০২১-এর আগেই রাজ্যে ভোট!

২০২১-এর আগেই রাজ্যে ভোট!

এবার লোকসভা নির্বাচনে ভরাডুবির পর ২০২১-এ বাংলা থেকে তৃণমূলের শাসন ক্ষমতা নির্মূল করার চেষ্টায় নামবে বিজেপি। সেই লক্ষ্যপূরণে তৃণমূলের বিধায়কদের টার্গেট করা হবে। এমনও হতে পারে তৃণমূলে ভাঙন ধরিয়ে ২০২১-এর আগেই রাজ্যে ভোট পরিস্থিতির তৈরি করা হল।

আপাতত নজরে ৬০ বিধায়ক

আপাতত নজরে ৬০ বিধায়ক

আর সেই সম্ভাবনা যে একেবারে অমূলক নয়, সেই আভাসও মিলতে শুরু করেছে। বিজেপির তরফে ফের একবার ভাসিয়ে দেওয়া হয়েছে, তৃণমূলের ৬০ জন বিধায়ক দল ছাড়ছে। ফলে জল্পনা শুরু হয়েছে তাঁদের নাম নিয়ে। এই তালিকায় উঠে আসছে অনেক নাম। উত্তর ২৪ পরগনার কয়েকজন বিধায়ক ছাড়াও এই তালিকায় রয়েছে উত্তরবঙ্গের কয়েকজন বিধায়ক, এমনকী মন্ত্রীর নামও।

বাম-কংগ্রেস বিধায়কও টার্গেটে

বাম-কংগ্রেস বিধায়কও টার্গেটে

শুধু তৃণমূল কংগ্রেসই নয়, বিজেপি এবার হাত বাড়িয়েছে কংগ্রেস ও সিপিএম বিধায়কদের দিকেও। লোকসভায় বিপুল সাফল্য লাভের পর বাম বিধায়করা দলত্যাগ করে বিজেপিতে যোগ দিতে পারেন, এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তার মূল কারণ এই মুহূর্তে রাজ্যে বামেদের সম্ভাবনা শূন্যে গিয়ে ঠেকেছে।

[আরও পড়ুন: মমতার নিজের ও মন্ত্রীদের ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল! এবার মিনি মহাকরণ টার্গেট বিজেপির][আরও পড়ুন: মমতার নিজের ও মন্ত্রীদের ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল! এবার মিনি মহাকরণ টার্গেট বিজেপির]

আগাম ভোটের সম্ভাবনা!

আগাম ভোটের সম্ভাবনা!

লোকসভা নির্বাচনের ভোটপ্রাপ্তির নিরিখে ১২৯টি বিধানসভা তৃণমূলের হাতছাড়া হওয়্র সম্ভাবনা। তারপর যদি বিধায়কদের ভাঙাতে পারে বিজেপি, সরকার টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে তৃণমূলের। বিজেপির রাজ্য নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা হুঙ্কার ছাড়ছেন, সরকার আমরা ভাঙব না, তৃণমূলই সরকার ভেঙে দেবে। এমনকী সুনীল দেওধরের মতো নেতারাও আগাম ভোটের সম্ভাবনার কথা জানিয়েছেন।

[আরও পড়ুন: তৃণমূলের বহিষ্কৃত বিধায়কের বিজেপিতে যোগদান সময়ের অপেক্ষা, মুকুল দিলেন মস্ত চাল][আরও পড়ুন: তৃণমূলের বহিষ্কৃত বিধায়কের বিজেপিতে যোগদান সময়ের অপেক্ষা, মুকুল দিলেন মস্ত চাল]

English summary
TMC can face very big trouble for BJP’s threat to break MLAs. Now BJP flows TMC’s 60 MLAs are targeted after Lok Sabha Election winning,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X