For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হানিমুন -এর জন্য সেরা গন্তব্য দক্ষিণ ভারতের এই সমস্ত 'ট্রি হাউস' , জানুন বিস্তারিত

হানিমুন প্রত্যেকটি দাম্পত্য জীবনেরই একটি বিশেষ আকর্ষণীয় দিক। এই বেড়ানোর অভিজ্ঞতাকে প্রত্যেকেই স্মরণীয় করে রাখতে চান। আর তার জন্য অবশ্যই বেড়ানোর গন্তব্যটি অফবিট হওয়া প্রয়োজন।

  • |
Google Oneindia Bengali News

হানিমুন প্রত্যেকটি দাম্পত্য জীবনেরই একটি বিশেষ আকর্ষণীয় দিক। এই বেড়ানোর অভিজ্ঞতাকে প্রত্যেকেই স্মরণীয় করে রাখতে চান। আর তার জন্য অবশ্যই বেড়ানোর গন্তব্যটি অফবিট হওয়া প্রয়োজন। দেশ থেকে বিদেশের অনেক চোখ ধাঁধাঁনো জায়গায় তো হানিমুন-এর গন্তব্য তো হতেই পারে, কিন্তু দক্ষিণ ভারতের জঙ্গলে ট্রি হাউসে বোড়ানোর অভিজ্ঞতা এক্কেবারে আলাদা ! সেখানের সবুজঘেরা প্রকৃতির বুকে এই ট্রহাউসগুলিতে থাকার অ্যাডভেঞ্চারই আলাদা। জেনে নেওয়া যাক, এমনই কিছু ট্রি হাউস সম্পর্কে।

বৈথিরি রিসর্ট

বৈথিরি রিসর্ট

কেরলের বৃষ্টি অরণ্যের আকর্ষণ পর্যটকদের বার বার ডেকে আনে ওয়েনাদের মতো জায়গায়। আর সেই ওয়েনাদেই তৈরি হয়েছে বৈথিরি রিসর্ট। যেখানে রয়েছে ট্রি হাউস। পশ্চিমঘাট পর্বতের কোলে জঙ্গল ঘের বৈথিরি বর্ষাকালে এক অনন্য রূপ নিয়ে থাকে। ১২০ একরের এই জায়গায় প্রায় ৫০ ফুট উঁচুতে এক একটি ট্রি হাউসের বাড়িগুলি নির্মিত। সৌরশক্তি চালিত বিদ্যুৎ-এর ব্যবস্থা রয়েছে এখানে।

সাফারি ল্যান্ড রিসর্ট

সাফারি ল্যান্ড রিসর্ট

তামিলনাড়ুর মাসিনাগুড়ির জঙ্গলে রয়েছে সাফারি ল্যান্ড রিসর্ট। নীলগিরির সৌন্দর্যের রূপ দেখতে হলে এই রিসর্টের কোনও বিকল্প মেলা ভার। রিসর্টের অনতিদূরেই রয়েছে ঝরনা। জঙ্গলের ভিতরে ইতিউতি বেশ কিছু জন্তুও এখানে দেখা যায়। আর হানিমুন প্যাকেজের অন্তর্গত হয়ে গেলে, এখানে ক্যান্ডেল লাইট ডিনার-এরও ব্য়বস্থা রয়েছে।

 প্রকিউপাইন ক্যাস্টেল

প্রকিউপাইন ক্যাস্টেল

কর্ণাটকের কুর্গে রয়েছে প্রকিউপাইন ক্যাস্টেল। সেখানে দম্পতিদের জন্য যাবতীয় রোম্যান্টিকতা হাতছানি দিচ্ছে। এখানের ট্রি হাউসটি এক্কেবারে আলাদা। নীচ থেকে প্রায় ৪০ ফুট উপরে তৈরি হয়েছে বাড়িগুলি। ব্যস্ততা থেকে দূরে শুধুমাত্র রোম্যান্টিকতায় নিজেকে ভাসাতে এই ট্রি হাউসের জুড়ি নেই।

 রেনফরেস্ট ট্রি হাউস রিসর্ট

রেনফরেস্ট ট্রি হাউস রিসর্ট

করলের আথিরাপিল্লি -তে মনোরম ঝরনার সৌন্দর্য দেখতে হলে যেতই হবে রেনফরেস্ট ট্রি হাউসে। জঙ্গলের সরলতা, আর উদাসীনতার সঙ্গে বর্ষা মিশে এখানের পরিবেশ অসামান্য হয়ে ওঠে জুলাই অগাস্ট মাস নাগাদ। তাছাড়াও সব সময়েই এই এলাকার সবুজে 'বসন্ত' মিশে থাকে।

দক্ষিণ ভারত ও ট্রি হাউস

দক্ষিণ ভারত ও ট্রি হাউস

কেবলমাত্র হানিমুন ডেস্টিনেশন হিসাবেই নয়, দক্ষিণ ভারতের এই ট্রি হাউসগুলিতে একাকীত্বকে অন্যরূপে অনুভব করারও সমস্ত রসদ নিয়ে হাজির প্রকৃতি। কেবল তার মোহময়তায় সাড়া দিলেই , পর্যটনের অ্যাডভেঞ্চারকে ছুঁয়ে ফেলা যায়।

English summary
Best Treehouses in South India as Honeymoon destination.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X