For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পয়লা বৈশাখেই উত্তরবঙ্গের পর্যটন মানচিত্র নয়া পালক যুক্ত হচ্ছে

উত্তরবঙ্গের ওয়াইন্ড অ্যানিম্যাল পার্ক যা বেঙ্গল সাফারি পার্ক নামেই পরিচিত। সেখানে নতুন আকর্ষণ যুক্ত হতে চলেছে পয়লা বৈশাখ থেকেই।

  • |
Google Oneindia Bengali News

উত্তরবঙ্গের ওয়াইন্ড অ্যানিম্যাল পার্ক যা বেঙ্গল সাফারি পার্ক নামেই পরিচিত। সেখানে নতুন আকর্ষণ যুক্ত হতে চলেছে পয়লা বৈশাখ থেকেই। সেখানে এবার থেকে লেপার্ড সাফারি হতে চলেছে।

পয়লা বৈশাখেই উত্তরবঙ্গের পর্যটন মানচিত্র নয়া পালক যুক্ত হচ্ছ

এপ্রিলের মাঝামাঝি নতুন বছর শুরু হচ্ছে। তার মধ্যেই চিতা বাঘ আনা হয়ে যাবে। বন দফতর জানিয়েছে, পর্যটকেরা গাড়িতে চড়ে সাফারি করার সময়ে চিতাবাঘ দেখতে পারবেন।

বেঙ্গাল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, হাতি, হিমালয়ান কালো ভালুক রয়েছে। এছাড়াও রয়েছে অন্যান্য প্রাণী। সেই তালিকায় চিতা বাঘ যোগ হওয়ায় রোমাঞ্চ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

আপাতত দুটি চিতাবাঘ এনে ছাড়া হবে। গত ডিসেম্বরের মধ্যে সমস্ত কাজ শেষ করার কথা ছিল। সেটা বেড়ে এপ্রিলে শেষ হবে। জঙ্গলের মোট আড়াশো হেক্টর জায়গা জুড়ে চিড়িয়াখানা করে রাখা হয়েছে। সেখানেই বাঘ সহ বিভিন্ন প্রাণী রয়েছে। সেখানেই সাফারি হয়।

গত আর্থিক বছরে এখানে জঙ্গল সাফারিতে এসেছিলেন ৩ লক্ষ মানুষ। এবার সেই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

English summary
The North Bengal Wild Animals Park, popularly known as Bengal Safari Park, will soon add another feather to its cap: a leopard safari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X