For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুই জেলায় নতুন পর্যটনকেন্দ্র তৈরি করছে রাজ্য সরকার, ছকে নিন সপ্তাহান্তে ছুটির প্ল্যান

পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে নতুন পর্যটনকেন্দ্র গড়ছে রাজ্য সরকার।

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পরই রাজ্যের পর্যটনে জোর দেওয়া হয়েছে। পুরনো পর্যটনকেন্দ্রগুলিকে যেমন ঢেলে সাজাতে চাইছে রাজ্য, তেমনই নতুন অনেকগুলি পর্যটনস্থল তৈরি হয়েছে গত কয়েকবছরে।

দুই জেলায় নতুন পর্যটনকেন্দ্র তৈরি করছে রাজ্য সরকার, ছকে নিন সপ্তাহান্তে ছুটির প্ল্যান

বাংলা চলচ্চিত্রে বিভিন্ন জেলায় চালচিত্র খুঁজে পাওয়া গিয়েছে নানা সময়ে। সত্যজিৎ রায় থেকে শুরু করে হালফিলের সিনেমাতেও নানা জেলার কৃষ্টি ও ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। সেভাবেই পুরুলিয়ায় জয়চণ্ডী পাহাড়ে হীরক রাজার দেশ নামে ইকো পার্ক তৈরি হবে।

পার্ক গড়ার দায়িত্বে রয়েছে রাজ্য বন দফতর। এছাড়া রঘুনাথপুর পুরসভা একটি আলাদা উদ্যোগ নিয়ে সুবিশাল পার্ক তৈরি করছে।

এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে কুড়ুমবেড়া, কর্ণগড় ও গঙ্গনিতে আলাদা আলাদা করে পর্যটনকেন্দ্র গড়ে তোলা হচ্ছে। কর্ণগড় একটি ঐতিহাসিক জায়গা। ফলে সরকার উদ্যোগ নিয়ে এই এলাকা সাজিয়ে তুলবে। ভবিষ্যতে আরও কয়েকটি নতুন পর্যটনকেন্দ্র গড়ার প্রস্তাবও রয়েছে সরকারের কাছে।

English summary
West Bengal tourism develops in healthy speed, govt to maketourist spot at Purulia and West Midnapore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X